SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসির পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যও

10083
SSC supreme court

নিউজ ডেস্ক: ২৬ হাজারের চাকরি বাতিল মামলায় SSC-র পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারও। বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি। তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে, সেদিন বলার সুযোগ পায়নি এসএসসি। সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে। 

পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে। পাশাপাশি রাজ্যও নিজের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে। ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করলে ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। সেই যুক্তি সাজিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্য। যদিও মামলাকারীদের আইনজীবীদের দাবি, এটি আসলে মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া চলছে।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা। সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে যে, ২৬ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায়। 

জানা যাচ্ছে, প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে, এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে। নথি জমা দেওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। আবার নতুন করে কেন তারা নথি জমা দেবেন? এরপরেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কী নথি জমা দেবে এসএসসি?  সেই সদুত্তর মেলেনি।

পড়ুন:  লক্ষ্মীর ভাণ্ডারের মত এবার পুরুষরাও মাসে মাসে পাবেন ১০০০ টাকা! দুর্দান্ত এই প্রকল্প রাজ্যে সরকারের

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শেষ শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে প্রায় ২ ঘণ্টা শুনানি হয়। এরপর রায় রিজার্ভ করা হয়। যেকোনোদিন রায় ঘোষণা হবে। এরই মধ্যে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি। 

পড়ুন:  DA-সহ মাইনে ঢোকা শুরু ২০১৬-র 'যোগ্য' শিক্ষকদের, ভাতা পাচ্ছেন গ্রুপ সি-গ্ৰুপ ডি-রাও! কিছুটা স্বস্তি, কিন্তু..