১১৭৫৮ শূন্যপদে ৯৫৩৩ জনকে শিক্ষক পদে নিয়োগ! বাকি ২ হাজার ৮০০ শূন্যপদে কি হবে? হলফনামা দেওয়ার নিদের্শ

2392
SSC শুনানি সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক: হাজার হাজার চাকরি নিয়ে সংশয়, প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয় রাজ্যে। সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এই নিয়োগ নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত।

নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে, তা জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় ১১৭৫৮ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল। ৯৫৩৩ জন ইতিমধ‍্যেই নিযুক্ত হয়েছেন চাকরিতে। বাকি শূন্যপদে নিয়োগ করা নিয়েও মামলা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি শ্রী নরসীমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ছিল শুনানি। শীর্ষ আদালতের নির্দেশ, বাকিদের চাকরি কবে হবে, তা হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। শুনানিতে আদালত জানতে চায়, এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে? তা হলফনামা দিয়ে প্রাথমিক  শিক্ষা পর্ষদকে জানাতে হবে। একইসঙ্গে মামলার আবেদনকারীদের তিনটি শ্রেণিতে পৃথকীকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

পড়ুন:  শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর, ফের বিএড কোর্স করার সুযোগ দেওয়া হল

১১ হাজার ৭৫৮ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ছিল। এখনও পর্যন্ত ৯ হাজার ৫৩৩ পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু বাকি ২ হাজার ৮০০টি শূন্যপদ এখনও রয়েছে। দু সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। এর মধ্যে সব পক্ষকে হলফনামা জমা করতে হবে।