HomeIndiaসম্পর্ক ভাঙলে পুরুষ না নারী বেশি কারা আঘাত পান? সাম্প্রতিক গবেষণা অবাক...

সম্পর্ক ভাঙলে পুরুষ না নারী বেশি কারা আঘাত পান? সাম্প্রতিক গবেষণা অবাক করা তথ্য

নিউজ ডেস্ক: সম্পর্ক ভাঙলে পুরুষ না নারী বেশি আঘাত পান কারা? কী বলছে সাম্প্রতিক গবেষণা? অবাক করা তথ্য সামনে এল। মনে করা হয় পুরুষেরা মহিলাদের তুলনায় সম্পর্কের বিষয়ে বেশি যত্নশীল, আর সেজন্য সম্পর্ক ভাঙলে স্ত্রীরা বেশি আঘাত পান বলেই মনে করা হয়। যদিও সাম্প্রতিক একটি গবেষণা কিছুটা উল্টো কথাই বলছে।

প্রেম হোক বা বিবাহ, বিচ্ছেদের পর অনেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন। কিন্তু নারী না পুরুষ, বিচ্ছেদে বেশি মর্মাহত হন কারা? সম্প্রতি বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির গবেষকরা এই নারী পুরুষের সম্পর্ক নিয়ে গবেষণা চালিয়েছেন। গবেষণাপত্রে জানানো হয়েছে, কোনও স্থায়ী  সম্পর্ক ভেঙে গেলে ছেলেরা অনেক বেশি মানসিক আঘাত অনুভব করেন। লিঙ্গবৈষম্য এবং বিষমকামী সম্পর্কের উপর মোট ৫০ টি গবেষণাপত্র পরীক্ষা করেছেন গবেষকরা।

শুধু তাই নয়, গবেষণাটি আরও জানাচ্ছে, প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রে নারীরাই সম্পর্ক ভাঙার পথে প্রথম পা বাড়ান। পিইউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষা তুলে ধরে বলা হয়েছে, পুরুষদের তুলনায় মহিলারা মায়ের কাছে (৫৪% বনাম ৪২%), বন্ধুর কাছে (৫৪% বনাম ৩৮%), পরিবারের অন্য সদস্যদের কাছে ( ৪৪% বনাম ২৬%) বা মনোবিদের কাছে (২২% বনাম ১৬%) নিজের একাকিত্বের কথা বলতে অনেক বেশি সাবলীল।

গবেষকদের দাবি, এই পরিসংখ্যানের কারণ মূলত সামাজিক পরিস্থিতি। বহু পুরুষ সম্পর্ক ভাঙার পরেও নিজের কষ্ট চেপে রাখাকে স্বাভাবিক বলেই মনে করেন। তবে মাথায় রাখতে হবে যে কোনও গবেষণাই বিতর্ক সাপেক্ষ। তাই এই গবেষণাটিকেই ধ্রুব সত্য মেনে নেওয়া উচিত নয় বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments