Homeপশ্চিমবঙ্গপ্রধান শিক্ষককে স্কুলের মধ্যেই বেধড়ক মারধর, গ্রেপ্তার স্কুলেরই সহকারী শিক্ষক

প্রধান শিক্ষককে স্কুলের মধ্যেই বেধড়ক মারধর, গ্রেপ্তার স্কুলেরই সহকারী শিক্ষক

নিউজ ডেস্ক: স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে বেধরক মারধরের ঘটনায় গ্রেপ্তার ওই স্কুলেরই সহকারী শিক্ষক। মুর্শিদাবাদের ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামকে মারধর করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই স্কুলেরই এক সহকারী শিক্ষককে শনিবার রাতে ফরাক্কা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত ওই শিক্ষকের নাম সুজন স্বর্ণকার। তিনি ইংরেজি বিভাগের শিক্ষক।

এই বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”

জানা গেছে, ফরাক্কা হাই স্কুলে নতুন অ্যাকাডেমিক কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা রুটিন নিয়ে কিছু অভিযোগ থাকায় গত শুক্রবার প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামের কাছে ওই স্কুলের কয়েকজন সহকারী শিক্ষক লিখিত অভিযোগ জানান। এরপর ওই দিনই প্রধান শিক্ষক নতুন রুটিন বাতিল করে পুরনো রুটিন অনুযায়ী ক্লাস চালু করলে কিছুক্ষণের মধ্যে ওই স্কুলেরই চারজন  সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষকের ঘরে ঢোকেন। 

দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সময় প্রধান শিক্ষক মহম্মদ মনিরুল ইসলামকে ব্যাপক মারধর করা হয়। সহ শিক্ষকদের মারে প্রধান শিক্ষকের বাঁ পা ভেঙে যায়। 

শুক্রবার সন্ধে নাগাদ আহত প্রধান শিক্ষকের স্ত্রী মৌসুমী খান ফরাক্কা থানায় চার শিক্ষক-মহম্মদ তারিফ হোসেন ,কিরণ চন্দ্র দাস, সোহরাব আলী সুজন স্বর্ণকার-সহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অরুন্ময় দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ ওই চার শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে সরকারি কর্মচারীকে অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। সুজন স্বর্ণকার নামে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments