নিউজ ডেস্ক: এবার এক বিরাট জালিয়াতির ঘটনা সামনে এল। পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই ‘জাল’ করে ৩ শিক্ষক নিয়োগের ঘটনা সামনে আসতেই চক্ষু চড়কগাছ। জেলার নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ করলেন জেলার সংখ্যালঘু আধিকারি।
এই ঘটনায় এক SI-সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিয়োগে দুর্নীতির অভিযোগে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত SI. অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে, জানালেন অতিরিক্ত জেলাশাসক।
২০২৪ সালে ২৬সেপ্টেম্বর এক নির্দেশিকার ভিত্তিতে ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে সাবির মল্লিক, রেবতী সেনাপতি ও পম্পা সামন্ত নামে তিন জনকে নিয়োগ করা হয় বলে জানা গেছে।
২০২২ সালে তাদের নিয়োগপত্র দেওয়ার জন্য ওই মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা সংখ্যালঘু দপ্তরের কাছে আবেদন জানান। গত বছর সেপ্টেম্বরের জেলা শাসকের দপ্তরের অধিন জেলা সংখ্যালঘু দপ্তরের জেলা আধিকারিকের সই করা একটি অর্ডার কপি তাদের হোয়াটসঅ্যাপে ওই দপ্তরের এক এসআই বিশ্বরূপ বিশ্বাস পাঠান বলে অভিযোগ। তারপর দীর্ঘদিন ধরে আসল কপি চেয়েও পাননি তারা।
সন্দেহ হতে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা প্রধান সম্প্রসারিকা জেলা সংখ্যালঘু দপ্তরের জেলা আধিকারিকের সঙ্গে দেখা করতে এলে তিনি দেখেন তাঁর সই ও দপ্তরের স্ট্যাম্প জাল করা হয়েছে। তিনি পুরো ঘটনা জেলাশাসককে জানান। পরে জেলা প্রশাসনের নির্দেশে ওই ঘটনায় তমলুক থানায় এফআইআর করেছেন জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসার বিপ্লব সরকার। বিষয়টি জানাজানি হতেই জেলা প্রশাসনের নির্দেশে এসআই সহ আরও কয়েকজনের নামে তমলুক থানায় অভিযোগ দায়ের হয়েছে।