নিউজ ডেস্ক: আগামীকাল ৭ জানুয়ারি হাইভোল্টেজ মঙ্গলবার। ওইদিন সুপ্রিম কোর্টে রাজ্যের (Supreme Court) দুটি মামলার শুনানি। একটি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা (Dearness Allowance DA Case)। অন্যদিকে এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলা (SSC Recruitment Scam Case)। এই দুই মামলার দিকে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক সহ সকলের নজর রয়েছে।
মঙ্গলবার ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এর আগে এটা ছিল প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সর্বোচ্চ আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মামলাটির ক্রমতালিকা ১। সকাল ১০.৩০ নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ ধরেই মামলাটি শোনা হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি প্রথমার্ধের একদম শেষ হিসাবে অবস্থান করছে। অর্থাৎ ১০.৩০ থেকে দুপুর ১ টার মধ্যে ওঠার কথা। ২.০০ পরবর্তী ৪৬ নম্বর থেকে তা শুনবে বলে সম্পূর্ণ কজলিস্ট সেই কথাই বলে দিচ্ছে।
মঙ্গলবার ৪৫ নম্বরে আছে ডিএ মামলা। মামলাটি উঠবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে। সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অর্থাৎ ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন এরাজ্যের সরকারি কর্মীরা। এই দুই মামলার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা।