Homeপশ্চিমবঙ্গSSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে আরও ১০০ আবেদন!...

SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে আরও ১০০ আবেদন! কবে শুনানি?

SSC চাকরি বাতিল মামলা নিয়ে গুরুত্বপুর্ন খবর সামনে এল।

SSC মামলা, সুপ্রিম কোর্ট: স্কুল সার্ভিস কমিশনের ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়, আরও ১০০ আবেদন জমা পড়ল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে। সুদীপ পোড়েল-সহ ৯৩ জন কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন। 

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে। এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি। সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি একযোগে শুনানি হতে পারে। ৭ জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মূল মামলাটির শুনানি রয়েছে। 

তবে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান, এই ১০০ আবেদন তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভবনা কম। মূল মামলার সঙ্গে জুড়ে ওই আবেদনগুলি পরে শুনতে পারে শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ এপ্রিল মাসে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ওই রায়ের বিরোধিতা করে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ।  এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠনও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। গত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য, “যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে হতে পারে।” আগামী ৭ জানুয়ারি গুরুত্বপুর্ন এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট।

এরই মধ্যে ২০১৬ সালের ২৬ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এসএসসির ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটি দূর্নীতিমূলক বলে মন্তব্য করলেন তিনি। ফের পরীক্ষা হোক, অসুবিধা কোথায়? যাঁরা যোগ্য ঠিক তাঁরা যোগ্যতার পরিচয় দিতে পারবেন, এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই! এমনই মন্তব্য করলেন তিনি। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments