Homeচাকরির খবরচাকরির খবর: নদিয়ার একটি সরকারি স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ হচ্ছে, কোন কোন...

চাকরির খবর: নদিয়ার একটি সরকারি স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ হচ্ছে, কোন কোন বিষয়ের জন্য?

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। নদিয়া জেলার সরকারি স্কুলে চাকরির সুযোগ এসেছে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে।

শূন্যপদ

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে জেলার গভর্মেন্ট মডেল স্কুলে। এ ছাড়াও গ্রুপ ডি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে চারটি। ইংরেজি এবং জীবনবিজ্ঞান পড়াতে হবে। 

যোগ্যতা

অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে। ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রুপ ডি বিভাগে আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা। তাঁদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ হবে। ৭ জানুয়ারি হবে ইন্টারভিউ। বেলা ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন জানতে প্রথমে নদিয়া জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments