Homeপশ্চিমবঙ্গনতুন সেমিস্টার এবং সিলেবাস নিয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে কাউন্সিলের কাছে চিঠি পাঠিয়ে যা...

নতুন সেমিস্টার এবং সিলেবাস নিয়ে ছাত্রছাত্রীদের স্বার্থে কাউন্সিলের কাছে চিঠি পাঠিয়ে যা জানাল PTWA

2024 সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে একজন ছাত্র বা ছাত্রী কে আবার লিখিত পরীক্ষা দিতে হবে 2025 সালের মার্চ মাসে অর্থাৎ এই দীর্ঘ এক বছর এক মাস তাকে MCQ ছাড়া কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না...

নিজস্ব প্রতিনিধি , বারাসাত তারিখ ২৪/১২/২৪: নতুন শিক্ষা ব্যবস্থা সেমিস্টার পদ্ধতি নিয়ে গৃহ শিক্ষদের সংগঠন PTWA উচ মাধ্যমিক কাউন্সিলের কাছে চিঠি দিল। দীর্ঘ সময়ে লিখিত পরীক্ষা না থাকায় ছাত্র-ছাত্রীদের লেখার অভ্যাস চলে যাচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের কথা ভেবে সিলেবাস সহ পরীক্ষা পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার আবেদন জানানো হল। 

এই বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস জানিয়েছেন, 2024 সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে একজন ছাত্র বা ছাত্রী কে আবার লিখিত পরীক্ষা দিতে হবে 2025 সালের মার্চ মাসে অর্থাৎ এই দীর্ঘ এক বছর এক মাস তাকে MCQ ছাড়া কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আজ এই মোবাইল যুগে কত সংখ্যক ছাত্র ছাত্রী লিখে লিখে পড়ার অভ্যাস বজায় রেখেছে? বোর্ড যে MCQ বেসড পরীক্ষা পদ্ধতি তৈরী করেছে তাতে প্রথম সেমিস্টারে অধিকাংশ ছাত্রছাত্রীর পড়ার পরিমাণ বলতে গেলে শূন্য কারণ এই মোবাইল যুগের আধুনিক ছাত্রছাত্রীরা জানে চারটে অপশন দেওয়া থাকবে, তাতে না পড়ে পরীক্ষা হলে গিয়েও পাস করা সম্ভব, এর ফলে ছাত্র ছাত্রীদের পড়াশুনার প্রয়োজনীয়তা ক্রমশঃ কমছে। 

তাই প্রথম এবং তৃতীয় সেমিস্টার পুরোটা MCQ বেসড না করে, যতো মার্কের পরীক্ষা হবে তার 20% MCQ, 30% SAQ এবং বাকি 50% Descriptive প্রশ্ন রাখলে সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। পুরোটা MCQ হওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীদের লিখে পড়ার দরকার পড়ছে না, গভীরভাবে পড়াশুনাও করছে না। আর এক বছর এক মাস পরে গিয়ে তাকে আবার একটা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, এই দীর্ঘ সময়ে তার লেখার অভ্যাস চলে যাচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের কথা ভেবে সিলেবাস সহ পরীক্ষা পদ্ধতি টা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করলে ভালো হয়। 

বিষয়ের উপর দক্ষতা থাকাটা অত্যন্ত জরুরী, শুধুমাত্র MCQ সেই দক্ষতার পথে কিছুটা হলেও অন্তরায়। সেমিস্টার পদ্ধতিতে কোনো অসুবিধা নেই কিন্তু সেমিস্টার এর পুরোটা MCQ বেসড করলে পড়াশোনার মান তলানিতে এসে ঠেকছে, সম্পূর্ণ সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সিলেবাস কমিটি কে নতুন করে ভাবনা চিন্তা করার অনুরোধ জানালো গৃহ শিক্ষক সংগঠন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments