Head Teachers Recruitment: একদিনে ৮২০ জন প্রধান শিক্ষক পদে নিয়োগ

প্রধান শিক্ষক নিয়োগ হল

1091
আপার প্রাইমারি শিক্ষক পে স্কেল

নিউজ ডেস্ক: একদিনে ৮২০ জন প্রধান শিক্ষক নিয়োগ হল। জলপাইগুড়ি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ ছিল ৮৯৩টি। শুক্রবার ৮২০ জনকে প্রধান শিক্ষক পদে নিয়োগপত্র (Head Teachers Recruitment) তুলে দেওয়া হল। জেলার ৬টি শিক্ষা সার্কেলের শিক্ষকদের ডিপিএসসি’র নুর মঞ্জিল ভবন থেকে ও বাকি ১৩টি শিক্ষা সার্কেলের শিক্ষকদের অবর বিদ্যালয় পরিদর্শকদের অফিস থেকে নিয়োগপত্র দেওয়া হয়। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে। 

পড়ুন:  Teacher Recruitment: রাজ্যের এই স্কুলে স্থায়ী শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে, আবেদন করুন এইভাবে

আসলে গোটা জেলার ১৯টি শিক্ষা সার্কেলের ১২০৯টি স্কুল মিলিয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ছিল ৮৯৩টি। তার মধ্যে কাউন্সেলিং পর্বে স্কুল বেছে নেন ৮২০ জন। তবে ৭৩টি স্কুল প্রধান শিক্ষকবিহীনই রয়ে যাচ্ছে। নিয়োগপত্র পেয়েও যদি কেউ যোগ না দেন তাহলে পদশূন্যতার সংখ্যাটি আরও বেড়ে যাবে।

প্রধান শিক্ষক হয়ে চলে যাওয়ার কারণে কিছু স্কুল শিক্ষক ঘাটতির সমস্যায় পড়ে যাচ্ছে। ডিপিএসসি (DPSC) দ্রুত এই সমস্যা দূর করার আশ্বাস দিয়েছে। চেয়ারম্যান লক্ষমোহন রায় বলেন, ‘বিষয়টি জানা আছে। প্রতিটি সার্কেল থেকে ওই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হচ্ছে। এরপরই ঘাটতি ও উদ্বৃত্তের বিষয়টি মিটিয়ে ফেলা হবে।’ 

পড়ুন:  ২৫ মার্চ আদৌ কি DA মামলার শুনানি হবে? দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে এই পদক্ষেপ কর্মীদের

প্রসঙ্গত উল্লেখ্য, এবার প্রধান শিক্ষক পদের নিয়োগ হয়েছে মাধ্যমভিত্তিক। চাকরির শুরুতে সহ শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সময় যে মাধ্যমের জন্য প্যানেলভুক্ত হয়েছিলেন সেই মাধ্যমেই প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে।