Head Teacher: প্রায় ২ হাজার শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে, বিস্তারিত জেনেনিন

স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদে এই নিয়োগ করা হবে। দীর্ঘ সময় ধরে এই সমস্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক ছিল না। যে কারণে অধিকাংশ বিদ্যালয় পঠন পাঠনজনিত বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল।

2279
শিক্ষক বেতন স্কেল

প্রধান শিক্ষক নিয়োগ: অবশেষে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে। চলতি সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের বৃহস্পতিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা। রবিবার সন্ধ্যায় জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর DPSC বা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নবনিযুক্ত চেয়ারম্যান অনিমেষ দে। প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে তিনি বলেন, “পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৩৯০০ (৩৮৮৭)-টি। অনেক স্কুলেই প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। বাম আমলে (২০০৮ সালে) সর্বশেষ প্রাথমিকে প্রধান শিক্ষকের প্যানেল হয়েছে। শিক্ষকদের দাবি মেনেই এবার তাই প্রধান শিক্ষক নিয়োগ করা হবে।”

পড়ুন:  SSC: গোটা নিয়োগ বিজ্ঞপ্তিটাই ভুল, যেভাবে হোক পার করতে হবে এপ্রিল মাসটা! একি বললেন শুভেন্দু অধিকারী

আনুমানিক প্রায় ২০০০ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা হতে পারে বলে জানা গেছে। যদিও চেয়ারম্যান জানিয়েছেন, “দু’একদিনের মধ্যেই শূন্যপদ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারব।” পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের শূন্যপদে এই নিয়োগ করা হবে। দীর্ঘ সময় ধরে এই সমস্ত স্কুলগুলিতে প্রধান শিক্ষক ছিল না। যে কারণে অধিকাংশ বিদ্যালয় পঠন পাঠনজনিত বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছিল।

বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর অফলাইনেই আবেদন করা যাবে। নূন্যতম ৫ বছরের (শিক্ষকতার) অভিজ্ঞতা এবং ২ বছরের প্রশিক্ষণ (D.El.Ed) থাকলেই আবেদন করা যাবে।

জেলা DPSC এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের কথা বলা হবে। জমা নেওয়া তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শূন্যপদের সংখ্যা বিচার করে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের সমস্যা এড়াতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পড়ুন:  BIG NEWS: 60 বছরের একদিন আগে মারা যাওয়া সরকারি কর্মচারীর পুত্রকে চাকরি দিতে SSC কে এই নির্দেশ হাইকোর্টের