নিউজ ডেস্ক: বিজেপিকে হারিয়ে বিরাট জয় পেল রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে যেন সবুজ ঝড়। ধরাশায়ী হল বিজেপি। বিপুল জয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের।
সর্বশেষ খবর অনুযায়ী, ঘোষিত ১০৩টি আসনের মধ্যে ১০১টি আসন পেয়ে বোর্ড গঠন করছে তৃণমূল। ১০৩টি আসনের মধ্যে বিজেপির জুটেছে মাত্র ২টি আসন। সমবায়ের মোট আসন সংখ্যা ১০৮।
সমবায় ব্যাঙ্কের মোট ১০৮টি আসনে এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল তিনটে থেকে শুরু হয় গণনা। গণনা শুরু হতেই সবুজ ঝড়ের ইঙ্গিত মিলেছিল। হেঁড়িয়া, হলদিয়া, নন্দকুমার, বেলদার সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল।
Final Tally of Contai Cooperative Bank. Out of 108 @AITCofficial 101. Directors 15 e 15. We won all the Blocks.
কাঁথি সমবায় ব্যাঙ্কে তৃণমূলের বিপুল জয়। কেন্দ্রীয় বাহিনীর চক্রান্ত ব্যর্থ। সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। জয় বাংলা। pic.twitter.com/9SSqVp4hIB— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 15, 2024
এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় বাহিনী এনেও বিজেপি কিছু করতে পারেনি। গো হারান হেরেছে। এমনকী, ডিরেক্টরদের সবকটি আসনে তৃণমূল জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী এই জয়ের জন্য এই নির্বাচনের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এই জয়ের ফলে আগামী দিনে কাঁথি সমবায় ব্যাঙ্ক আরও ভাল কাজ করবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।