Homeপশ্চিমবঙ্গBIG NEWS: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল SSC, বিস্তারিত জেনেনিন এক...

BIG NEWS: শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দিল SSC, বিস্তারিত জেনেনিন এক ক্লিকেই

প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (প্রথম এসএলএলটি, ২০১৬ সাল, আপার প্রাইমারি)।

SSC আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ: কলকাতা হাইকোর্টের ছাড়পত্র মিলেছে, সুপ্রিম কোর্টও প্যানেল প্রকাশে বাঁধা হয়ে দাঁড়ায়নি। এই অবস্থায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ হয়। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। অফিসিয়াল ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করে এসএসসি। ইতিমধ্যেই মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে কমিশন। এবার ওয়েটিং প্রার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ দিল এসএসসি। অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশ দেওয়া হয়েছে।

এসএসসি নোটিশ দিয়ে জানিয়েছে ১৩ ডিসেম্বর থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড করতে পারবেন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ১৭ ডিসেম্বর থেকে শুরু কাউন্সেলিং। ২৩ ডিসেম্বর পর্যন্ত চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন। নোটিশ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

ওয়েটিং লিস্টদের নিয়ে আপার প্রাইমারি নিয়োগের ২য় দফার কাউন্সিলিং নোটিফিকেশন প্রকাশিত হলো, আগামী ১৩ই ডিসেম্বর ইন্টিমেশন লেটার & Vacancy List এসএসসি ওয়েবসাইটে আপলোড হবে এবং  ১৭-২৩ ডিসেম্বর সাবজেক্ট অনুযায়ী কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে

SSC UPPER PRIMARY NOTICE

১৪০০০-এরও বেশি শূন্যপদ থাকলেও প্রায় ১৩৯৫০ জনের নামের মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। আসলে বেশ কয়েকটি বিষয়ে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী না পাওয়া যাওয়ায় শূন্যপদের থেকে মেধাতালিকায় থাকা প্রার্থীর সংখ্যা কম।

এর আগে দু’বার মেধা তালিকা প্রকাশ হলেও দুর্নীতির অভিযোগে বাতিল হয়। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি নিয়ে মামলা চলে। শেষপর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের ছাড়পত্র দেয়। তবে আদালত বলে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে।

আদালত জানিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে। আদালতের নির্দেশে তৃতীয়বার তালিকা প্রকাশ করল এসএসসি। এবার ওয়েটিং প্রার্থীদের জন্য কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হল।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় এক দশক আগে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। মেধাতালিকা প্রকাশিত হলেও দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (প্রথম এসএলএলটি, ২০১৬ সাল, আপার প্রাইমারি)। যদিও চলতি বছরের ২৮ অগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করতে হবে। মেধাতালিকায় মোট ১৪,০৫২ জন প্রার্থীর নাম রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনেই মেধাতালিকা প্রকাশ করা হয়।

Publication of schedule and other details of counseling of waitlisted candidates in r/o 1st SLST(AT),2016 Upper Primary Level of Classes (Except 10% seats reserved for Para Teachers) in compliance with solemn Judgement dated 28.08.2024 in MAT 638 of 2021 & connected matters.      

Click here to view the Notice and schedule    

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments