১০০০ টাকা অতীত, নতুন এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা পাবেন ৭০০০ টাকা, অবশ্যই জেনে রাখুন

এবার নতুন প্রকল্প চালু করছে কেন্দ্র, তাঁতে প্রতি মাসে মহিলারা পাবেন ৭০০০ টাকা। দেশের জনগণের জন্য নানা ধরনের প্রকল্প এনেছে কেন্দ্র সরকার। একই সঙ্গে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিচ্ছে সরকার। নারীদের সুবিধার্থে....

895
ইন্টার্নশিপ ভাতা মাসিক টাকা

নিউজ ডেস্ক: এবার নতুন প্রকল্প চালু করছে কেন্দ্র, তাঁতে প্রতি মাসে মহিলারা পাবেন ৭০০০ টাকা করে। দেশের জনগণের জন্য নানা ধরনের প্রকল্প এনেছে কেন্দ্র সরকার। একই সঙ্গে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিচ্ছে সরকার। নারীদের সুবিধার্থে একাধিক প্রকল্পও চালু করা হয়েছে। এ বার আরও একটি প্রকল্প আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। চালু হচ্ছে ‘বিমা সখী যোজনা’।

৯ ডিসেম্বর সোমবার হরিয়ানার পানিপথে ‘বিকাশ ভারত’ অনুষ্ঠানে এই প্রকল্পের শুভ সূচনা করা হল। মূলত গ্রামের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হচ্ছে। মহিলাদের লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-র বিমা সখী এজেন্ট হিসাবে কাজ করতে হবে।

যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন প্রথম বছরে তাঁরা প্রতি মাসে সাত হাজার টাকা পাবেন। দ্বিতীয় বছরে প্রতি মাসে ছয় হাজার টাকা কমে যাবে। তৃতীয় বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন। উপরন্তু, তাঁরা প্রতি মাসে ২১ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন। বিমার লক্ষ্যমাত্রা পূরণে কমিশনভিত্তিক পুরস্কারও প্রদানও করা হবে।

প্রকল্পের প্রথম দফায় ৩৫ হাজার মহিলাকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। ভবিষ্যতে আরও ৫০ হাজার মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে মোদি সরকারে। প্রাথমিকভাবে এই প্রকল্পটি শুধুমাত্র হরিয়ানায় চালু হচ্ছে। ধীরে ধীরে তা সারা দেশে চালু করা হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনও তরুণী বা মহিলা এই প্রকল্পে নাম লেখাতে পারবেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। 

পড়ুন:  ১৯৫০ সালে বেতন ছিল ৫,০০০ টাকা! গ্র্যাজুইটি ২০ লাখ টাকা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত? পেনশন কত পাবেন জেনেনিন

গ্রামীণ অঞ্চলে মহিলাদের জন্য চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সাধারণত কম। এই অবস্থায় মহিলাদের স্বনির্ভর করতে চাইছে কেন্দ্র। নতুন এই সরকারি উদ্যোগের ফলে মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাবেন। এই প্রকল্পে নাম অন্তর্ভুক্তির পর মহিলারা পাবেন প্রতি মাসে সাত হাজার টাকা।