Homeভারত১৯৫০ সালে বেতন ছিল ৫,০০০ টাকা! গ্র্যাজুইটি ২০ লাখ টাকা, সুপ্রিম কোর্টের...

১৯৫০ সালে বেতন ছিল ৫,০০০ টাকা! গ্র্যাজুইটি ২০ লাখ টাকা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত? পেনশন কত পাবেন জেনেনিন

ভারতের প্রধান বিচারপতি প্রতি মাসে বেতন বাবদ ২.৮ লাখ টাকা পান। গ্র্যাজুইটি বাবদ ২০ লাখ টাকা পান ভারতের প্রধান বিচারপতি। আর পেনশন বাবদ বছরে ১৬.৮ লাখ টাকা পেয়ে থাকেন।

প্রধান বিচারপতির বেতন: ভারতের নয়া প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথগ্রহণ নেবেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের জায়গা নেবেন। ইতিমধ্যে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে। কিন্তু ভারতের প্রধান বিচারপতিরা মাসিক কত টাকা বেতন পান জানেন?

১৯৫৮ সালের সুপ্রিম কোর্টের বিচারপতি (বেতন এবং চাকরির শর্ত) আইনের আওতায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, গ্র্যাজুইটি, পেনশন, ভাতা প্রদান করা হয়ে থাকে। ২০১৬ সাল থেকে সংশোধিত বেতন কার্যকর হয়েছে। সেই হিসাবে বেতন পাচ্ছেন বিচারপতিরা।

১৯৫০ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন ছিল ৫,০০০ টাকা। ১৯৮৬ সালে সেটা ১০,০০০ টাকা করা হয়েছিল। ১৯৯৬ সালে করা হয়েছিল ৩৩,০০০ টাকা। ২০০৯ সালে সেটা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছিল। ষষ্ঠ বেতনের কমিশনের সুপারিশ মতো ২০১৬ সালে বেতন বাড়ানো হয়েছে। 

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতি প্রতি মাসে বেতন বাবদ ২.৮ লাখ টাকা পান। গ্র্যাজুইটি বাবদ ২০ লাখ টাকা পান ভারতের প্রধান বিচারপতি। আর পেনশন বাবদ বছরে ১৬.৮ লাখ টাকা পেয়ে থাকেন।

ফার্নিশিং অ্যালোওয়েন্স (আসবাবপত্র কেনার জন্য) হিসেবে ১০ লাখ টাকা পান। হাউস রেন্ট অ্যালোওয়েন্স হিসেবে বেসিক স্যালারির ২৪ শতাংশ পান ভারতের প্রধান বিচারপতিরা। আর ‘সাম্পচুয়ারি অ্যালোওয়েন্স’-র (অতিথিদের জন্য) পরিমাণ হল মাসিক ৪৫,০০০ টাকা।

পড়ুন:  অবসরের আগে বিচারপতি চন্দ্রচূড় কোনও বিতর্কে জড়াতে চান না! এসএসসি, আরজিকর মামলার ভবিষ্যৎ কি?

এছাড়া যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) ২৫ শতাংশ ছাড়িয়ে যায়, তখন হাউস রেন্ট অ্যালোওয়েন্স আরও ২৭ শতাংশ বৃদ্ধি পাবে। আর যখন তাঁদের ডিএ ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে, তখন হাউস রেন্ট অ্যালোওয়েন্স ৩০ শতাংশ বাড়ানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!