শিক্ষক নিয়োগ: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে ফের শিক্ষক নিয়োগ হতে চলেছে। ২৫০০ শূন্যপদে চাকরি দেওয়া হবে! দীর্ঘদিনের দাবি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য।
স্পেশ্যাল এডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই ২৫০০-এরও বেশি শূন্যপদ তৈরি করেছে রাজ্য। এই স্পেশ্যাল এডুকেটর নিয়োগের জন্য নিয়োগ বিধিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্পেশ্যাল এডুকেটার হিসেবে শিক্ষক নিয়োগের জন্য উচ্চ প্রাথমিক ও নবম – দশম পর্যায়ে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন।
এই প্রথম বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। নিয়োগ নিয়ে আগেই নির্দেশ দিয়েছিল আদালত। যে শিক্ষকরা নিয়োগ হবেন তাঁদের একের বেশি স্কুলে পড়াতে হবে। সেই স্কুল সংলগ্ন কাছাকাছি স্কুলগুলিতে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা থাকবেন সেই স্কুলেও এই শিক্ষকরা পড়াবেন। এই মর্মেই গোটা বিধি প্রস্তুত করেছে রাজ্য। এমনই খবর মিলেছে।
স্পেশাল বিএড করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড করলে তবেই এই চাকরির আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। নিয়োগের বিধিতে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।