Homeচাকরির খবরAssistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য...

Assistant Professor: অতিথি শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই বিশ্ববিদ্যালয়, কোন বিষয়ের জন্য শূন্যপদ?

অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিক্ষকতার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠানের একটি বিভাগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। অতিথি শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিক্ষকতার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠানের একটি বিভাগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

অতিথি শিক্ষক (guest teacher recruitment) নিয়োগ করবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ফার্সি ভাষা পড়ানোর জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি।

বেতন

মাসিক বেতন নয়, লেকচারপিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। অবশ্য প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: ১৫৬৬ জন অস্নাতক ও স্নাতক শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন মন্ত্রী

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্সিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া




আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ডিসেম্বর। ওই দিন বিকেল ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  HPSC: সহকারী অধ্যাপকের 2,424 টি পদের জন্য বাম্পার শূন্যপদ, শীঘ্রই আবেদন করুন, যোগ্যতা জানুন




RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments