নিউজ ডেস্ক: আর রেয়াত করা হবে না, বেআইনী নির্মান বন্ধ করতে রাজ্যে আসছে ‘জবরদস্ত’ আইন! পশ্চিমবঙ্গ সরকার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে যে বিল তৈরি হয়েছে তা আইনে পরিণত করার জন্য আসন্ন শীতকালীন অধিবেশনে তা বিধানসভায় পেশ করা হবে। সেখান থেকে অনুমোদন মিললেই যাবে রাজভবনে। রাজ্যপাল স্বাক্ষর করার পরেই ওই বিল আইনে পরিণত হবে।
সোমবার বিধানসভায় অধিবেশন সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার একটি নতুন বিল বিধানসভায় আনার কথা জানিয়েছিলেন। যদিও ওই বিলের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। তবে যা জানা যাচ্ছে তাতে বেআইনি নির্মাণ করলে প্রোমোটারদের যাতে জামিন অযোগ্য ধারায় শাস্তি হয় নতুন সংশোধনী বিলে সেই বিষয়টিই নিশ্চিত করা হবে।
আসলে আসলে রাজ্যে কোন আইন আনতে হলে বা পুরনো আইন সংশোধন করতে গেলে সেক্ষেত্রে বিধানসভায় বিল পাশ করতে হয়। তাই এক্ষেত্রে কলকাতা পুরসভা পুর ও নগর উন্নয়ন দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের কাছে বিল্ডিং বিভাগের আইন বদলের আবেদন জানিয়েছিল। এবার আসন্ন শীতকালীন অধিবেশনে আইন দফতর মারফত বিধানসভায় এই বিল পাশ হলেই তা আইনে পরিণত হবে। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। সেখানেই পেশ করা হবে পেশ হবে এই বিলটি।
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার ‘গার্ডেন রিচ’ কান্ডের পর থেকেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। আসলে গার্ডেনরিচের বেআইনি বহুতল ভেঙে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে। ওই এলাকাটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় অবস্থিত। তাই এই ঘটনার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার। এবার বিল নিয়ে আসছে রাজ্য।