SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের নিয়োগপত্র পেতে হয়রানির অভিযোগ সামনে এসেছে। এই অবস্থায় সমস্যা সমাধানে নয়া বিজ্ঞপ্তি দিল এসএসসি (SSC)।
বিএড এর পাশাপাশি আরও কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে উচ্চ প্রাথমিকে শিক্ষক হওয়া যায়। যদিও এই নিয়েই কিছু ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছিল হবু শিক্ষকদের। সুপারিশ পত্র হাতে পেয়ে নিয়োগপত্র নিতে গিয়েও হয়রানির শিকার হন উচ্চ প্রাথমিকের বেশ কিছু চাকরিপ্রার্থী। এই অবস্থায় সমস্যার সমাধানে উদ্যোগী হল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে যাতে কোনও অসুবিধা না হয়, তাই কী কী অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন, কমিশনের তরফ থেকে তা স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে।”
আসলে চাকরিপ্রার্থীর হাতে যে অনুমোদন পত্র দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে ‘গ্র্যাড উইথ বি.এড।’ এই অনুমোদনপত্র নিয়ে চাকরিপ্রার্থীরা যখন স্কুলে যাচ্ছেন, সেখানে তাঁদের পুনরায় তথ্য যাচাই পর্বে দেখা যাচ্ছে, কারও রয়েছে ডিএলএড, এক বছরের বি.এড, আবার কারও রয়েছে চার বছরের বিএ/বিএসসি-এড। স্কুলগুলির কাছে এ নিয়ে স্পষ্ট কোনও নির্দেশ না থাকায় নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ।
নয়া বিজ্ঞপ্তিতে এসএসসির তরফ থেকে ‘গ্র্যাড উইথ বি.এড’ বদলে ‘গ্রাড উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশন’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আটটি প্রফেশনাল কোয়ালিফিকেশন নির্দিষ্ট করা হয়েছে, যা থাকলে চাকরির নিয়োগপত্র পেতে কোনও অসুবিধা হবে না। কমিশন এই ভাবে সক্রিয় ভূমিকা পালন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করার ফলে বিদ্যালয়ে যোগদানে কোনও প্রশ্নের সন্মুখীন হতে হবে না হবু শিক্ষকদের।