টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে! কলকাতা হাইকোর্টে মামালা দায়ের হল, কেন মামলা হল জেনেনিন

ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করার দাবিতে সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী ফিরদৌস শামিম।

10943
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: টেট নিয়ে ফের মামলা দায়ের করা হল। এবার প্রাথমিক টেটের প্রশ্নভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলে বেশকিছু চাকরি প্রার্থী। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

প্রাথমিক টেট নিয়ে মামলার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। টেট ২০১৭ ও ২০২২-এর প্রশ্নপত্রে ভুল প্রশ্নের সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে। চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম।

ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করার দাবিতে সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী ফিরদৌস শামিম। তিনি জানান, টেট ২০১৭- তে ২৩টি ও টেট ২০২২-এ ২৪টি ভুল প্রশ্ন ছিল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

পড়ুন:  SSC: আদালতের রায়ের পর চাকরিহারাদের ভবিষ্যৎই কী? যা জানেলেন বিকাশ-ফিরদৌস

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বর্তমানে কত শূন্যপদ রয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের থেকে সেই তালিকা চাওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরকে জেলাভিত্তিক তালিকা পাঠাতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের।নতুন বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।