প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হল, তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬৫৩১ জন, ডাইরেক্ট লিঙ্ক এখানে

প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ হল। মোট উত্তীর্ণ হয়েছেন ৬৫৩১ জন। চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফল দেখতে পারেন।

1107
শিক্ষক বেতন স্কেল

শিক্ষক নিয়োগের ফল: প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ হল। মোট উত্তীর্ণ হয়েছেন ৬৫৩১ জন। বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ হবে। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এদিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

পড়ুন:  বিশ্বব্যাপি মুসলিম জনসংখ্যার বিপুল বৃদ্ধি! অবাক করা তথ্য জেনেনিন; খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি জনসংখ্যা কত?

এর আগে গত ২৮ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর (তিন পার্বত্য জেলা ছাড়া) মৌখিক পরীক্ষাসহ নিয়োগপ্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর মৌখিক পরীক্ষা গ্রহণসংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন, আপিল বিভাগ তা খারিজ করে দেন।

এই পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়।

২০২৩ সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৯ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল গত ২১ এপ্রিল প্রকাশ করা হয়। 

পড়ুন:  ভূমিকম্প: কেঁপে উঠল মাটি। রিখটার স্কেলে মাত্রা ৭.৭২! কেঁপে উঠল কলকাতা-ঢাকাও

ফল দেখা যাবে এই লিংকে