ভূমিকম্প: তীব্র ভূমিকল্পে কেঁপে উঠল মাটি। রিখটার স্কেলে তীব্রতার মাত্রা ৭.৭২! ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা-সহ পশ্চিমবঙ্গের কিছু এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতি-প্রানহানির আশঙ্কা।
শুক্রবার ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে মধ্য মায়ানমারে তীব্র কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। গোটা এলাকায় একের পর এক আফটার শক অনুভূত হচ্ছে।
এই ভূমিকম্পের প্রভাবে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। কলকাতার বিভিন্ন স্থানে অনুভূত হয় কম্পন। অপেক্ষাকৃত উঁচু স্থানে অর্থাৎ বহুতলগুলিতে ভালো বোঝা গিয়েছে কম্পন। পৃথিবীর ক্রমাগত প্লেট টেকটোনিক মুভমেন্টেের ফলে একের পর এক ভূমিকম্প হচ্ছে৷
High-rise building collapses due to strong #earthquake in Chatuchak, Bangkok. #แผ่นดินไหว #กรุงเทพมหานคร pic.twitter.com/fiRV6ZIZq2
— Weather Monitor (@WeatherMonitors) March 28, 2025
জোরাল এই ভূমিকম্পের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। ভেঙে পড়েছে ব্রিজ। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির আন্দাজ করার চেষ্টা চলছে। আফটার শকেরও আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের ব্য়াপক প্রভাব দেখা গিয়েছে থাইল্যান্ডেও। সেখানেও জোরাল কম্পন অনুভূত হয়েছে। ব্যাঙ্ককে ভেঙে পড়েছে নির্মীয়মাণ বহুতল। জলোচ্ছাস দেখা গিয়েছে বড় বড় হোটেলের সুইমিং পুলেও।