রিসার্চ ফেলো নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শূন্যপদ ১৭টি, মাসে দেওয়া হবে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা

জেআরএফ মাসে সাম্মানিক পাবেন ১৮ হাজার টাকা এবং এসআরএফ পাবেন ২০ হাজার টাকা।

652
Assistant Professor Recruitment

PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক মেধাবীদের জন্য ভালো খবর। একাধিক বিভাগে রিসার্চ ফেলো নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। মোট শূন্যপদ রয়েছে ১৭টি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করতে হবে।

আসন সংখ্যা

জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এবং ফ্যাকাল্টি অফ ভিজ়ুয়াল আর্টস-এর একাধিক বিভাগে নেওয়া হবে রিসার্চ ফেলো। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৭টি।

পড়ুন:  PhD Admission: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তি আবার শুরু হয়েছে, এল বড় খবর

ভাতা

কাজের মেয়াদ হবে পাঁচ বছরের। তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। জেআরএফ মাসে সাম্মানিক পাবেন ১৮ হাজার টাকা এবং এসআরএফ পাবেন ২০ হাজার টাকা।

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া দরকার।

পড়ুন:  PhD Admission: পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হল, গবেষণা করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দারুন খবর

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট করতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। আবেদনমূল্য জমা দিতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে ২৮ নভেম্বরের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  PhD Admission: তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 500 এরও বেশি আসনের জন্য পিএইচডি ভর্তি চলছে, আবেদন করুন