HomeKolkataরিসার্চ ফেলো নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শূন্যপদ ১৭টি, মাসে দেওয়া হবে ১৮ হাজার...

রিসার্চ ফেলো নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শূন্যপদ ১৭টি, মাসে দেওয়া হবে ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা

জেআরএফ মাসে সাম্মানিক পাবেন ১৮ হাজার টাকা এবং এসআরএফ পাবেন ২০ হাজার টাকা।

PhD Admission: গবেষণা করতে ইচ্ছুক মেধাবীদের জন্য ভালো খবর। একাধিক বিভাগে রিসার্চ ফেলো নেবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। মোট শূন্যপদ রয়েছে ১৭টি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করতে হবে।

আসন সংখ্যা

জুনিয়র এবং সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। ফ্যাকাল্টি অফ আর্টস, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস এবং ফ্যাকাল্টি অফ ভিজ়ুয়াল আর্টস-এর একাধিক বিভাগে নেওয়া হবে রিসার্চ ফেলো। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৭টি।

ভাতা

কাজের মেয়াদ হবে পাঁচ বছরের। তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। জেআরএফ মাসে সাম্মানিক পাবেন ১৮ হাজার টাকা এবং এসআরএফ পাবেন ২০ হাজার টাকা।

পড়ুন:  PhD Admission: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পিএইচডি ভর্তির বিজ্ঞপ্তি দিল, শুরু আবেদন প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন?

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া দরকার।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট করতে হবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। আবেদনমূল্য জমা দিতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে ২৮ নভেম্বরের মধ্যে। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

পড়ুন:  হবে বিরাট সুবিধা, ডিগ্রি মিলবে চটজলদি! কম সময়ে কোর্স শেষের নিয়ম আনছে UGC, বড় ঘোষনা
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!