SSC শিক্ষক নিয়োগ: “আদালত সেটা দেখবে…” নিয়োগ নিয়ে যা জানালেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া চলছে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা ইতিমধ্যে শেষ হতে চলেছে।

11402
বিকাশরঞ্জন ভট্টাচার্য

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশে জট কেটেছে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এরপরেই শুরু হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া। যদিও স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, কাউন্সিলিংয়ে ডাক পেয়েও হাজির হননি বহু চাকরিপ্রার্থী। এখনও পর্যন্ত প্রায় ১৪ শতাংশ চাকরিপ্রার্থী ডাক পেয়েও কাউন্সিলিংয়ে হাজির হননি বলে এসএসসি সূত্রে জানা গেছে।

পড়ুন:  SSC: আন্দোলনের চাপে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তথ্য পেশ! যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব বলে জানাল এসএসসি

যদিও চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশে নিয়োগপ্রক্রিয়া চলছে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা ইতিমধ্যে শেষ হতে চলেছে। সেই অনুসারে SSCর কাজে ততটা অগ্রগতি হয়নি। তিনি বলেন, ‘চাকরি না দিতে সরকার সব রকম চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তারা চাকরি দিতে বাধ্য হচ্ছে। এবার SSC আবার কোনও বেনিয়ম করলে আদালত সেটা দেখবে।’

এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। তার চার সপ্তাহের মধ্যে সমস্ত প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও এটা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এভাবে বারবার নিয়োগপ্রক্রিয়ায় হাত দেওয়ার দরকার নেই। এর ফলে ১৪০৫২ শূন্যপদে নিয়োগের দরজা খুলে গিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় যাবতীয় বাধা কেটেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই নিয়োগপ্রক্রিয়া চলবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।

পড়ুন:  Assistant Professor: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়োগ, কোন বিষয়ের জন্য?