নিউজ ডেস্ক: এবার এক চরম অমানবিক ছবি সামনে এল। জুতোয় নোংরা লাগায় প্রাথমিকের ছাত্রীকে দিয়ে পরিষ্কার করালেন শিক্ষিকা! এমনই অভিযোগ উঠল অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলার হিলির লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার সকালে ওই প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করে ক্ষোভ ফেটে পড়ল অভিভাবকরা৷
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যালয় পরিদর্শক করণের প্রতিনিধি, পুলিশ ও পঞ্চায়েত সদস্য। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দাবি করে সুব্যবস্থার আবেদন করে বিক্ষোভকারীরা। ঘটনাটি নিয়ে পদক্ষেপ করা হবে আশ্বাস দেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।
জানা গেছে, শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার পা ভুলবসত মাড়িয়ে দেয় চতুর্থ শ্রেণির ছাত্রী। অভিযোগ, এই ঘটনায় ওই ছাত্রীকে দিয়ে শিক্ষিকা জুতা পরিষ্কার করিয়ে নেন।
এই নিয়ে পড়ুয়ার অভিভাবক বলেন, “বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলছিল। সেই সময় ওই শিক্ষিকা ঢুকছিলেন। ভুল করে পায়ে পা লেগে যায়। আমার মেয়ে তখন বলেছে মিস সরি। উনি পাল্টা বলেন সরি বললে হবে? যা জুতো সাবান দিয়ে ধুয়ে নিয়ে আয়। তারপর ওই শিক্ষিকা আবার এসে দেখছেন সত্যি কি সাবান দিয়ে জুতো ধুচ্ছে কি না।”
যদিও অভিযুক্ত শিক্ষিকা ত্রিনয়নী সাহা কুণ্ডু বলেন, “আমার জুতো সাইডে রাখা ছিল। আর ও এসে সেটা মাড়িয়ে দেয়। বাচ্চাটার পুরো জুতোতে পায়খানা মাখানো ছিল। আমার জুতোতেও সেটা লেগে যায়। আমি তখন বলেছিলাম তোর জুতোটা যখন ধুবি আমারটাও সাবান দিয়ে ধুয়ে দিস। এটা নর্মাল ব্যাপার। আমি ওকে দিয়ে পরিষ্কার করতে হবে এই ভেবে কিছু বলিনি।”