বেতন কমিশন: আর কয়েকটা মাসের অপেক্ষা, তারপরই নয়া বেতন কমিশন কার্যকর হয়ে যাবে বলে জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আর দু’বার মহার্ঘ ভাতা (DA) দেওয়া হবে। তারপরই নয়া বেতন কমিশন কার্যকর করা হবে।
মলয় মুখোপাধ্যায় এই নিয়ে জানিয়েছেন, ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়ল, তার ফলে তাঁরা ১৮ কিস্তির মহার্ঘ ভাতা দেওয়া হল। আর দুটি কিস্তির ডিএ পাবেন তাঁরা। আর তারপর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে।
আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন এবং মহার্ঘ ভাতা পাচ্ছেন। হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এরপর জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। যদিও অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্রীয় সরকার।
গত বুধবার তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা কেন্দ্র। এর ফলে ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। অন্যদিকে এরাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ। ফলে ডিএ ঘাটতি রয়েছে ৩৯ শতাংশ। অন্যদিকে, আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।