সঙ্কটজনক অবস্থা: অনশন আন্দোলনে জুনিয়র ডাক্তারদের প্রাণ সংশয় সংক্রান্ত বিষয়ে TEACHERS for RG KAR এর বিবৃতি

অভয়া'র ন্যায়বিচার সহ ১০ দফা দাবিতে অনশন আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত ডাক্তার অনিকেত মাহাতোর অবস্থা 'সঙ্কটজনক' বলে জানিয়েছেন চিকিৎসকরা।

1006

নিউজ ডেস্ক: অভয়া’র ন্যায়বিচার সহ ১০ দফা দাবিতে অনশন আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। অনশনরত ডাক্তার অনিকেত মাহাতোর অবস্থা ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছেন চিকিৎসকরা।  তাঁর লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে জটিলতা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

এরই মধ্যে মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট।

আর জি কর কান্ডের প্রতিবাদে দলমত সংগঠন নির্বিশেষে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমগ্র শিক্ষক সমাজের পক্ষ থেকে গড়ে ওঠা মঞ্চ TEACHERS for RG KAR এর তরফে শিক্ষক অনিমেষ হালদার বলেন, ‘অভয়া’র ন্যায়বিচার সহ জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে অনশন আন্দোলনের ফলশ্রুতিতে যেভাবে তাঁদের প্রাণ সংশয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ডাক্তারদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই রাজ্যের সর্বস্তরের জনগণও প্রতিবাদে সামিল হয়েছেন। এমত পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ, দাবিগুলির যৌক্তিকতা মেনে নিয়ে সমাজের গুরুত্বপুর্ণ সম্পদ অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রাণসঙ্কট থেকে মুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হোক। এখনো যদি সরকার এ ব্যাপারে উদাস থাকে তাহলে আমরা সর্বস্তরের শিক্ষক ও সাধারণ মানুষকে নিয়ে তীব্রতার আন্দোলনে যেতে বাধ্য হবো।’

পড়ুন:  'কলকাতার ডাক্তার ছাত্রীকে গণধর্ষণ করা হয়নি, কিন্তু...': আদালত যা বলেছে সিবিআই, বিপদ আরও বাড়ছে সন্দীপের

তিনি আরও বলেন, ‘অভয়া পরিক্রমা’কে কেন্দ্র করে প্যান্ডেলে প্যান্ডেলে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেভাবে দমনপীড়ন মূলক পদক্ষেপ গ্রহণ করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ত্রিধারা ক্লাবের পূজামণ্ডপে “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দেওয়ার অপরাধে যে ৯জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

পড়ুন:  ক্লাসরুমেই ছাত্র-অধ‍্যাপিকার বিয়ে! অধ্যাপিকার দাবি 'খারিজ' কমিটির! 'মজা করার নামে আসলে..'

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে আমরা প্রথম থেকেই রয়েছি।সারা রাজ্যে যখন উৎসব চলছে তখন জুনিয়ার ডাক্তারদের একাংশ অভুক্ত অবস্থায় বিচার ও নিরাপত্তার দাবিতে রাস্তায় পড়ে রয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। অন্যান্য দিনের মতো আজও আমরা অনশন মঞ্চ স্থলে উপস্থিত ছিলাম। সরকারের কাছে আমাদের দাবি, আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে মান্যতা দিয়ে তা পূরণের সময়সীমার উল্লেখসহ লিখিত প্রতিশ্রুতি ঘোষণা করে অনশন থেকে তাঁদের বিরত করুক সরকার।”