HomeKolkataSSC: দ্বিতীয় দিনেও বহু প্রার্থী অনুপস্থিত কাউন্সেলিংয়ে, সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থীদের, জেনেনিন...

SSC: দ্বিতীয় দিনেও বহু প্রার্থী অনুপস্থিত কাউন্সেলিংয়ে, সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থীদের, জেনেনিন হিসাব

আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। গতকাল থেকে শুরু হল স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মত স্কুল বেছে নিচ্ছেন।

SSC শিক্ষক নিয়োগ: আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। গতকাল থেকে শুরু হল স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া। চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মত স্কুল বেছে নিচ্ছেন। আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল পুজোর আগেই তারা দু-দফায় উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করবে।

সেই হিসাবে পুজোর মুখে তিন এবং চার তারিখ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের কাউন্সিলিং (WBSSC Upper Primary Counselling) পর্ব শুরু করা হল। পুজোর পরে আরও তিন দফা কাউন্সেলিং হবে বলে জানিয়েছে এসএসসি। সবমিলিয়ে মেধাতালিকা ঘোষণার এক মাসের মধ্যেই পাঁচ দফা কাউন্সেলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।

আজও বেশ কিছু প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন। ইতিহাস (হিন্দি) বিষয়ে ৪৩ জনের মধ্যে ৩০ জন, ইতিহাসে (নেপালি) ১ জনে ১ জন, ইতিহাস (উর্দু) বিষয়ে ৪ জনে ৩ জন, ভূগোল (হিন্দি) বিষয়ে ৫০ জনে ৪৩ জন, ভূগোল (উর্দু) বিষয়ে ৬ জনে ৪ জন, ভূগোল (ইংলিশ) বিষয়ে ২ জনে ২ জন, ভূগোল (নেপালি) ৪ জনের মধ্যে ১ জন উপস্থিত ছিলেন। অর্থাৎ এদিন মোট ১১০ জনের মধ্যে ৮৪ জন উপস্থিত ছিলেন।

গতকাল থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে এসএসসি অফিসে। গতকাল মোট ১৪৪ জনের কাউন্সেলিং ছিল। গতকাল অর্থাৎ ৩ তারিখে ১৪৪ জন এবং আজ, অর্থাৎ শুক্রবার চার তারিখে ১৪০ জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য প্রথম দফায় ডাকা হয়েছে।

জানা যাচ্ছে বড় সংখ্যক প্রার্থী কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন। গতকাল ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৪১ জন অনুপস্থিত ছিলেন। ওইদিন, পিওর সায়েন্স, হিন্দি, ইংরেজি, উর্দু, তেলেগু মিডিয়াম কাউন্সেলিং ছিল। হবু শিক্ষকের যে যে স্কুল পছন্দ করেছেন, সেগুলো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এসএসসি।

পড়ুন:  SSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে শূন্য পদের নতুন তালিকা জারি করা নিয়ে যা জানল স্কুল সার্ভিস কমিশন

পছন্দ হয়ে যাওয়া স্কুলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

পছন্দ হয়ে যাওয়া স্কুলের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!