নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে মেধাতালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে ১৪,৩৩৯টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। যে সব প্রার্থীদের ৩, ৪, ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তাঁরা মঙ্গলবার সন্ধ্যা থেকেই কাউন্সেলিংয়ের জন্যে এসএসসি-র ওয়েবসাইট থেকে ই-ইনটিমেশন ডাউনলোড করতে পারছেন।
কমিশন সূত্রের খবর, ৯০০ স্কুলের ভুল ঠিকানা, বিষয় এবং ক্যাটিগরি সংশোধন করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, বাংলা মাধ্যমের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক কাউন্সেলিং শুরু হবে ভাইফোঁটার পরেই। নভেম্বরে মাসেই সেই কাউন্সেলিং প্রক্রিয়া শেষের উদ্যোগ নেওয়া হয়েছে।
নভেম্বরে কাউন্সেলিং যে সব প্রার্থীদের ৩, ৪, ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবর কাউন্সেলিংয়ের কথা, তাঁরা কাউন্সেলিংয়ের জন্যে এসএসসি-র সাইট থেকে ই-ইনটিমেশন ডাউনলোড করতে পারছেন চলছে। এমনকী শনিবারও কাউন্সেলিং হবে। অন্য মাধ্যমের স্কুলে ৩ ও ৪ অক্টোবর শূন্যপদে কাউন্সেলিং শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট স্কুলগুলিতে সুপারিশপত্রও পাঠানো হবে। দু’দিনের মধ্যেই যাতে স্কুল ম্যানেজিং কমিটির কাছে সুপারিশপত্র চলে যায়, তা নিশ্চিত করবে এসএসসি।
কমিশনের তরফে বলা হয়েছে, কোনও প্রার্থীর মেডিক্যাল ইস্যু থাকলে তাঁর পরিবর্তে অভিভাবক অথরাইজড লেটার নিয়ে কাউন্সেলিংয়ে আসতে পারবেন। তবে এ বার ২০১৬ সালের নিয়ম মেনে স্কুল পরিচালন সমিতিই কমিশনের সুপারিশ পেয়ে নিয়োগপত্র ইস্যু করবে।
গত বার শূন্যপদের তালিকায় ৯০০- মতো স্কুলের ঠিকানা ও রস্টারে ভুল ছিল। চাকরিপ্রার্থীরা কাউন্সেলিংয়ের পর সেই সব স্কুলে নিয়োগের সুপারিশ পেয়ে খোঁজ করতে গিয়ে জানতে পারেন, সেই ঠিকানায় ওই নামের কোনও স্কুলই নেই। তাঁদের আর্জি মেনেই স্কুলের ঠিকানা, পদভিত্তিক সংরক্ষণ সংশোধন করা হয়েছে। যার ফলে কোনও কোনও জেলায় স্কুল বাদ পড়েছে। আবার অন্য জেলার নতুন স্কুল তালিকায় সংযোজিত হয়েছে।