চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সামনে এল। এবার নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।
শূন্যপদ
ডাটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার পারসোনেল পদে নিয়োগ দেওয়া হবে। রাজ্য পুলিশে নিয়োগ হবে। মোট শূন্যপদ আছে ৩৬টি।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী চাকরি প্রার্থীদের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও বিষয়ে স্নাতক পাস করতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার কোর্স।
সফটওয়্যার পারসোনেল পদে আবেদনের জন্য প্রার্থীকে ব্যাচেলার ইন কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক পাস করতে হবে।
মাসিক বেতন
ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন ১৬ হাজার টাকা। আর সফটওয়্যার পারসোনেলের মাসিক বেতন ২১ হাজার টাকা।
বয়সসীমা
এই পদগুলির জন্য প্রার্থীকে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরি প্রার্থীদের রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে নিয়োগ করা হবে। আগামী ১৮ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত এই নিয়োগের আবেদন চলবে।