শিক্ষক নিয়োগ: আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। পুজোর আগেই উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের সম্ভাবনা! রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, প্রাথমিক শিক্ষক সহ সমস্ত স্তরে শিক্ষক নিয়োগ হবে।
আদালতের নির্দেশ মেনে গত বুধবার সন্ধ্যায় উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এর পরেই প্রশ্ন উঠছিল, স্কুল বাছাই করার জন্য কাউন্সেলিং কি তবে পুজোর আগেই হবে? পুজোর আগেই দু’দফায় কাউন্সেলিং হবে বলে জানাল এসএসসি।
আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে ভালো খবরের মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, প্রাথমিক-সহ সমস্ত স্তরে নিয়োগ হবে দ্রুত। ব্রাত্য বলেন, “এসএসসি ইতিমধ্যেই তালিকা প্রকাশ করেছে। কাউন্সেলিংয়ের কাজও পুজোর আগে দ্রুত শুরু হয়ে যাবে। সব চাকরির জট একে একে ছড়ানো হবে। প্রাথমিকের এক দফার নিয়োগ হয়েছে। আগামীদিনে আরও নিয়োগ হবে। পাশাপাশি প্রাথমিক-সহ অন্যান্য স্তরের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।”
আপার প্রাইমারি কাউন্সেলিং নিয়ে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “পুজোর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগে এক দিন বা দু’দিন কাউন্সেলিংয়ের প্রক্রিয়া গ্রহণ করা হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২০১৪ সালের ৩০ জানুয়ারি। পরীক্ষা হয় ২০১৫ সালের ১৬ অগস্ট। ফলপ্রকাশ করা হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। এর মধ্যে দু’বার মেধাতালিকা বাতিল হয় দুর্নীতির অভিযোগে। অবশেষে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এখন দেখার আদৌ সুষ্ট ভবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কিনা!