SSC: এই প্রার্থীদের সাধারণ হিসাবে গণ্য করবে এসএসসি, যা জানাল স্কুল সার্ভিস কমিশন

3972
এসএসসি SSC শিক্ষক

নিউজ ডেস্ক: এবার এসএলএসটি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ দিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। সময়সীমা শেষ, জাতিগত শংসাপত্র আপলোড না-করা প্রার্থীদের সাধারণ হিসাবে গণ্য করবে এসএসসি। নোটিশ দিয়ে এমনটা আগেই জানিয়েছিল কমিশন।

গত ৭ ও ১৪ তারিখ এসএসসি-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির এসএলএসটি, ২০২৫ পরীক্ষা হয়েছে। ইতিমধ্যে মডেল উত্তরপত্র চ্যালেঞ্জ করার সময়সীমাও শেষ। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে, সংরক্ষিত প্রার্থীদের একাংশ জাতিগত শংসাপত্র আপডেট করেনি। এর আগে এই আপডেট সংক্রান্ত নির্দেশ দিয়েছিল এসএসসি।

সংরক্ষিত আসনে জাতিগত শংসাপত্র আপডেট করার সময়সীমা ছিল ২৬ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাত পর্যন্ত। ওই সময়ের মধ্যে যে সমস্ত চাকরি প্রার্থী তাঁদের নথি আপডেট করেননি তাঁদের সাধারণ পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা আগেই জানিয়েছিল এসএসসি।আসলে ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের জাতিগত শ্রেণিবিভাগ আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও অনেকেই সেটা করেননি বলে জানা গেছে।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: এবার বাংলার সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি, অনেকেই পাবেন ২৫৩৫৯ টাকা, দেখেনিন হিসাব

এই বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, ‘‘পরীক্ষার আগেও আমরা আদালতের নির্দেশ মেনে বহু বার আবেদনকারীদের সুযোগ করে দিয়েছি। শ্রেণিবিভাগ আপডেট করার এটি শেষ সুযোগ ছিল। কেউ যদি না করেন, তবে তাঁকে জেনারেল বা সাধারণ পরীক্ষার্থী হিসাবে গণ্য করা হবে।’’

পড়ুন:  শিক্ষকদের প্রশাসনিক বদলি স্থগিত, গুরুত্বপুর্ন বিজ্ঞপ্তি প্রকাশ; গরমের ছুটি নিয়েও নোটিশ