SSC: এসএসসি চাকরি ফেরানোর আরও একটি মামলা খারিজ সুপ্রিম কোর্টে, বিকল্প পথের পরামর্শ শীর্ষ আদালতের

8402
সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা এসএসসি

নিউজ ডেস্ক: যোগ্য শিক্ষকদের আরও একটি আবেদন খারিজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। ক্যান্সারের সঙ্গে লড়াইও ফেরাতে পারল না চাকরি, এসএসসি চাকরি ফেরানোর মামলা খারিজ শীর্ষ আদালতে। মামলাটির আবেদনকারী ছিলেন সৌমি বিশ্বাস নামে একজন যোগ্য শিক্ষক, যিনি বর্তমানে ক্যান্সারের সাথে লড়াই করছেন। তাঁর আইনজীবী, অমিত শর্মা, মানবিকতার যুক্তিতে তাঁর মক্কেলের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন জানান। তবে আদালত মামলাটি খারিজ করেছে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যে ফের ২৫০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে, যা জানালেন এসএসসি-র আধিকারিক

বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে। শুনানিতে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন যে, যদিও আবেদনকারী যোগ্য শিক্ষকের প্রতি তাদের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে, তবে আইনের ঊর্ধ্বে গিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 

বিচারপতিদের মতে, যেহেতু গোটা নিয়োগ প্রক্রিয়াটিই ত্রুটিপূর্ণ এবং দুর্নীতিগ্রস্ত ছিল, তাই একজন ব্যক্তির জন্য আলাদা করে কোনও নির্দেশ দেওয়া যায় না। যখন পুরো নির্বাচন প্রক্রিয়াটাই বাতিল হয়ে গেছে, তখন কোনও একক ব্যক্তিকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়।

আদালত মনে করিয়ে দেয় যে, শুধুমাত্র বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন প্রার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছিল, যেমন সোমা দাসের ঘটনায়। কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়। তাছাড়া, Untainted বা নিষ্কলঙ্ক প্রার্থীদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বয়সেরও ছাড় দেওয়া হয়েছে। তাই আবেদনকারীকেও সেই পথেই এগোতে হবে।

পড়ুন:  KVS Recruitment 2025: মোট 55473টি শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, দারুন খবর

আবেদনকারীর আইনজীবী বলেন, তাঁর মক্কেল কেমোথেরাপি নিয়েও পরীক্ষায় বসার জন্য প্রস্তুত, কিন্তু তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। তিনি আরও দাবি করেন যে, সৌমি বিশ্বাসের নাম কোনও “Tainted” বা দুর্নীতিগ্রস্তদের তালিকায় নেই এবং তিনি কোনও আর্থিক লেনদেনের সাথেও জড়িত ছিলেন না। তবে বিচারপতিরা বলেন যে, আইন ভাঙা সম্ভব নয়। বিকল্প পথের পরামর্শ দিয়ে আদালত জানায় যে, রাজ্য সরকার চাইলে কোনও জনকল্যাণমূলক প্রকল্পের (Welfare Scheme) মাধ্যমে আবেদনকারীকে আর্থিক সাহায্য করতে পারে।