BIG NEWS: SSC নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, যা জানা গেল

1289
সুপ্রিম কোর্ট মহার্ঘ ভাতা এসএসসি

কলকাতা: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বার্তা— যদি কোনও ‘অযোগ্য’ প্রার্থী পরীক্ষায় অংশ নেয়, তার দায়ভার সম্পূর্ণ রাজ্য সরকারের উপরেই বর্তাবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এদিন বড় নির্দেশ সুপ্রিম কোর্টের।

বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন তুলেছেন— যোগ্য প্রার্থীদের জীবন নষ্ট করে কেন SSC অযোগ্যদের রক্ষা করতে চাইছে? তাঁর মতে, কোনও যুক্তিই এই অন্যায়কে সমর্থন করতে যথেষ্ট নয়। আদালত জানিয়েছে, যোগ্য প্রার্থীরা আদালতের নজরে অবিচার সহ্য করছেন, যা আর চলবে না।

শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার শুনানিতে মন্তব্য করেন, “চিহ্নিত অযোগ্য প্রার্থীরা যদি পরীক্ষায় বসে, তার পরিণতি ভোগ করতে হবে রাজ্য সরকারকেই।” একইসঙ্গে তিনি সতর্ক করেন যে ভবিষ্যতের নিয়োগ পরীক্ষায় ন্যূনতম অনিয়মও বরদাস্ত করা হবে না।

এদিন বিচারপতিরা জানিয়ে দেন, গোটা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখা হচ্ছে। নির্দেশে কোনও ধরনের কারচুপি বা গরমিল ধরা পড়লেই আদালত সরাসরি হস্তক্ষেপ করবে। 

পড়ুন:  "আমরাও যোগ্য!" নিজেদের 'যোগ্য’ বলে দাবি করে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত ‘অযোগ্য’ শিক্ষকদের

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, ত্রুটিযুক্ত পরীক্ষার জন্য সমানভাবে দায়ী থাকবে স্কুল সার্ভিস কমিশন (SSC), পরীক্ষার বোর্ড এবং রাজ্য সরকার। যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি সঞ্জয় কুমারের কড়া মন্তব্যে স্পষ্ট, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হলে রাজ্যকেই তার ফল ভুগতে হবে। আদালতের মতে, যোগ্য প্রার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত রাখা রাজ্য এবং SSC-এর প্রধান দায়িত্ব।

পড়ুন:  SSC: চাকরিহারাদের সমস্যার দ্রুত সমাধানে টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর, শিক্ষকদের প্রতিনিধিও থাকছেন

নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চাপে রয়েছে সরকার। এবার সুপ্রিম কোর্টের এহেন পর্যবেক্ষণ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলল।

👉 মূল বার্তা: নিয়োগ পরীক্ষায় অযোগ্য প্রার্থীদের অংশগ্রহণ রোধে সর্বোচ্চ সতর্কতা নিতে হবে SSC-কে, নচেৎ দায়ভার রাজ্যের।