BIG NEWS: পশ্চিমবঙ্গ পিএসসির বড় ঘোষণা, ২০২৪ ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে নিয়ে যা জানাল কমিশন!

1058
ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষা পিএসসি

কলকাতা, ১৬ আগস্ট, ২০২৫: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষা ২০২৪-এর জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে। গতকাল প্রকাশিত দুটি নোটিশে ২০২৪ পরীক্ষার সিলেবাস ও স্কিমে বড় রদবদল ঘোষণা করা হয়েছে।  

প্রধান পরিবর্তনগুলো কী?  

১. বাতিল হলো সাম্প্রতিক নোটিশ:

   – আগস্ট ২০২৪-তে ওয়েবসাইটে আপলোড করা “গুরুত্বপূর্ণ ঘোষণা”।  

   – ১৫ মার্চ ২০২৩ (নোটিফিকেশন নং-৩৬১) ও ২৪ জুলাই ২০২৪ (নোটিফিকেশন নং-১০৬০)-এর সিলেবাস।  

পড়ুন:  Teacher Recruitment: রাজ্যের মডেল স্কুলে একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ চলছে, বেতন ১২,০০০ টাকা, এইভাবে আবেদন করুন

   – কারণ: প্রশাসনিক সংস্কার বিভাগ (P&AR) ১৭ জুন ২০২৫ (নোটিফিকেশন নং-৬৯৫) নতুন নিয়ম জারি করেছে।  

২. ২০২৪ পরীক্ষায় প্রযোজ্য হবে পুরনো সিলেবাস:

   – ২০২৪ সালের পরীক্ষার্থীদের ২৭ ফেব্রুয়ারি ২০১৪ (নোটিফিকেশন নং-৪৩৭)-এ প্রকাশিত সিলেবাস ও পরিকাঠামো অনুসরণ করতে হবে।  

   – অর্থাৎ, গত বছর প্রস্তাবিত নতুন প্যাটার্ন এখনই কার্যকর হবে না।  

৩. ২০২৫ থেকে নতুন নিয়ম: 

পড়ুন:  Teacher Recruitment Jharkhand: শিগগিরই ৫২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে, যা জানালেন শিক্ষামন্ত্রী

   – ১৭ জুন ২০২৫-এর নোটিফিকেশন নং-৬৯৫ অনুযায়ী সিলেবাস ২০২৫ সালের পরীক্ষা থেকে কার্যকর হবে।  

কেন এই পরিবর্তন?  

কমিশন সূত্রে জানা গেছে, প্রশাসনিক সংস্কার বিভাগের সাম্প্রতিক নির্দেশিকাকে পরিপূর্ণ রূপদানের জন্যই আগের নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে। তবে ২০২৪-এর পরীক্ষার্থীদের জন্য এটি রিলিফ, কারণ তারা ইতিমধ্যেই ২০১৪-র সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন।  

পরীক্ষার্থীদের জন্য নির্দেশ:  

– ২০২৪ পরীক্ষার্থীরা অবশ্যই ২০১৪-র সিলেবাস ডাউনলোড করে নিন ([পিএসসি ওয়েবসাইট](https://www.pscwbonline.gov.in))।  

পড়ুন:  SSC: সুপ্রিম নির্দেশ মানা হয়নি! এসএসসির নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা, কবে হবে শুনানি?

– ২০২৫ ও পরবর্তী ব্যাচের প্রার্থীদের নতুন নোটিফিকেশন নং-৬৯৫ মনোযোগ দিয়ে পড়তে হবে।

আরও জানতে:  

পূর্ণ নোটিশ দেখুন পিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে বা সরাসরি কমিশনের কার্যালয়ে (১৬১-এ, এস.পি. মুখার্জি রোড, কলকাতা-৭০০০২৬)।  

“এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের বিভ্রান্তি দূর করবে। ২০২৪ ব্যাচেরা যেন শুধু ২০১৪-র সিলেবাসে ফোকাস করে,” – পিএসসি সচিব।