Assistant Professor: 1459টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে, দারুন খবর চাকরি প্রার্থীদের জন্য

Assistant Professor Recruitment Notification Very Soon

13849
Assistant Professor Recruitment

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। শীঘ্রই মধ্যপ্রদেশে 1459টি সহকারী অধ্যাপক পদে নিয়োগ হবে। মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এই মাসে সহকারী অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। এর অধীনে, মধ্যপ্রদেশের সরকারি কলেজগুলিতে সহকারী অধ্যাপকের শূন্য পদে নিয়োগ করা হবে।

মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন সহকারী অধ্যাপকের 1459 টি পদে নিয়োগ দেবে। এর মধ্যে রসায়ন বিষয়ের জন্য সর্বোচ্চ ১৫৮টি শূন্যপদ থাকবে। ইংরেজিতে 96টি পদ আছে। তবে ৬টি বিষয়ে মাত্র একটি শূন্যপদ থাকবে। MPPSC সহকারী অধ্যাপক নিয়োগ পরীক্ষা-2024 দুই ধাপে অনুষ্ঠিত হবে। এ জন্য কমিশন শিগগিরই প্রজ্ঞাপন জারি করতে পারে।

তথ্য অনুযায়ী, এবার সহকারী অধ্যাপক নিয়োগে আইনসহ কয়েকটি বিষয়ে একটি শূন্যপদও নেই। আগের বারে সহকারী অধ্যাপকের মোট 1669টি শূন্যপদ ছিল। তবে এবার 1459টি শূন্যপদে নিয়োগ হবে। গতবার গ্রন্থাগারিকের 255টি পদ ছিল।  অথচ এবার গ্রন্থাগারিকের শূন্যপদ নেই। গতবার মোট ৩৫টি বিষয়ে বিজ্ঞপ্তি এসেছিল। একই সাথে, খবর রয়েছে যে এবার শুধু 26টি বিষয়ের জন্য বিজ্ঞপ্তি আসবে। এর মধ্যে ক্রীড়া কর্মকর্তার 128টি পদও অন্তর্ভুক্ত রয়েছে। শেষ মুহূর্তে কিছু বিষয়ের পোস্ট যোগ করা হতে পারে। এ জন্য উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এমপিপিএসসিতে একটি দাবি পাঠানো হয়েছে। এই সমস্ত বিষয় পরিষ্কার হওয়ার সাথে সাথে কমিশন একটি প্রজ্ঞাপন জারি করবে। 

পড়ুন:  শিক্ষক নিয়োগ: 2629 টি শূন্যপদে শিক্ষক নিবন্ধনের তারিখ পিছিয়েছে; 10 সেপ্টেম্বর থেকে আবেদন করুন

Assistant Professor Recruitment: শূন্যপদ 

প্রাণিবিদ্যা- 146, পদার্থবিদ্যা 146, রসায়ন 158, রাষ্ট্রবিজ্ঞান 146, গণিত 146, হিন্দি 113, ভূগোল 75, ইংরেজি 96, অর্থনীতি 102, বাণিজ্য 111, ইতিহাসের 75, সমাজবিজ্ঞান 68, কম্পিউটার সায়েন্সে 87টি পদে সহকারী অধ্যাপক নিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে ভৌত রসায়ন, যোগ বিজ্ঞান, বেদ, সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত জ্যোতিষ এবং মারাঠি বিষয়ে একটি করে মাত্র শূন্যপদ থাকবে। এছাড়া সঙ্গীতে মাত্র ২টি, সংস্কৃত প্রাচ্যে ২টি এবং উর্দুতে ৩টি শূন্যপদের সম্ভাবনা রয়েছে।