WBSSC ২৬ হাজার চাকরিহারার লড়াইয়ে বলি যোগ্য শিক্ষক সুবল সোরেন? ক্ষোভে ফেটে পড়ছে সবাই, গ্রেফতার শিক্ষক নেতা, বিস্তারিত জানুন

586

কলকাতা ও পশ্চিম মেদিনীপুর: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর তালিকায় নাম ছিল ঝাড়গ্রামের ডেবরা ব্লকের বৌলাসিনী হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের যোগ্য শিক্ষক সুবল সোরেনের। শুক্রবার (১৫ আগস্ট) সকালে কলকাতার আর. এন. টেগোর হাসপাতালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে চাকরিহারা শিক্ষক সমাজ।

পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে ডেবরার ভাড়া বাড়িতেই থাকতেন সুবল। চাকরি চলে যাওয়ার পর থেকে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। গত ১১ আগস্ট হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে গেলে প্রথমে তাঁকে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অন্যত্র স্থানান্তরের পরামর্শ দিলে কলকাতায় নিয়ে আসা হয়। প্রায় পাঁচ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষরক্ষা হয়নি। স্বাধীনতা দিবসের দিন সকালেই তাঁর মৃত্যু সংবাদে নড়েচড়ে বসে চাকরিহারা আন্দোলন।

সুবল সোরেনের মৃত্যুকে কেন্দ্র করে ডেবরায় শুরু হয় বিক্ষোভ। মরদেহ ঘিরে রাস্তায় নেমে আসেন চাকরিহারা শিক্ষকরা। অবরোধে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন পুলিশ আচমকা লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চায়। এই ঘটনায় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী সহ আরও সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তবে ব্যাপক জনসমাগমের চাপে শেষ পর্যন্ত গভীর রাতে ব্যক্তিগত বন্ডে তাঁদের মুক্তি দেওয়া হয়।

পড়ুন:  শোক সংবাদ: মৃত্যু হল স্কুলের সহকারি শিক্ষকের, শোকের ছায়া নেমেছে এলাকায়

কিংকর অধিকারী বলেন, “আমরা মনে করি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার। দুর্নীতির কারণে নির্দোষ ও যোগ্য শিক্ষকরা চাকরি হারাচ্ছেন, মানসিক চাপে প্রাণ দিচ্ছেন। সুবল সোরেন তার জ্বলন্ত উদাহরণ। আমরা দাবি জানাচ্ছি, তাঁর পরিবারের একজনকে চাকরি ও ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি একজন যোগ্য শিক্ষককেও চাকরি থেকে বঞ্চিত করা যাবে না।”

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যের এই কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ, আজই ইন্টার্ভিউ

চাকরিহারা শিক্ষকদের মতে, সুবলের মৃত্যু কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং দুর্নীতিগ্রস্ত নিয়োগ ব্যবস্থার ফলাফল। তাই আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বর্তমানে ডেবরা ও পার্শ্ববর্তী এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন। এই ঘটনার জেরে চাকরিহারা আন্দোলন আরও বিস্তৃত হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।