নিউজ ডেস্ক: ভালো খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। দ্বিগুণ হবে বেতন, মিলবে মোটা পেনশনও! সামনে এল নয়া আপডেট। সম্প্রতি ৩ শতাংশ DA বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন। আর এরই মধ্যে আরও এক সুখবর উঠে এল।
২০২৬ সালে অষ্টম পে কমিশন কার্যকারী হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এটা কার্যকর হলেই প্রায় দ্বিগুণ হবে বেতন, বাড়বে পেনশনও। এমনটাই দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে কর্মীদের ন্যূনতম বেতন হবে ১৮ হাজার থেকে বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। ন্যূনতম পেনশন হবে ২৫,৭৫০ টাকার অধিক। এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও বড় পরিবর্তন আসতে চলেছে।
এর আগে ২০১৬ সালের ১ জানুয়ারি সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হয়েছিল। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডঃ এইক্রয়ডের ফর্মুলার ভিত্তিতেই ২৬ হাজার টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। বদলে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা করা হয়।
অষ্টম বেতন কমিশনে বেতন কত বাড়বে?
কিছুদিন আগেই অষ্টম বেতন কমিশন গঠনের দাবিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হয় সরকারি কর্মীদের প্রতিনিধিদের। এই আবহে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির (স্টাফ সাইড) সচিব শিব গোপাল মিশ্র দাবি করলেন, এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা উচিত। অর্থাৎ ২.৫৭ থেকে ৩.৬৮ পর্যন্ত বৃদ্ধি হবে ফিটমেন্ট ফ্যাক্টর। যার ফলে বেতনের পরিমাণ ২০ থেকে ২৫ হাজার টাকা বাড়বে বলে জানা গিয়েছে। অন্যদিকে ২০২৬ সালে বেসিক পে হবে ১৮ হাজার থেকে ৩৪ হাজার ৫৬০ টাকা। আর সব মিলিয়ে বেসিক পে ও বাকি অ্যালাউন্স মিলে ৫০ হাজার টাকা গণ্ডি ছাড়িয়ে যাবে বেতন।