HomeভারতBIG NEWS: ভোটের ফল প্রকাশ হতেই নজিরবিহীন মন্তব্য অখিলেশ যাদবের! বাংলা নিয়েও...

BIG NEWS: ভোটের ফল প্রকাশ হতেই নজিরবিহীন মন্তব্য অখিলেশ যাদবের! বাংলা নিয়েও এই কথা বললেন তিনি

কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী বিজেপিকে আজ আর চোখে চোখ রাখতে পারছে না, এটাই ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় জয়। দেশের ভোটাররা জানে যে প্রতারণা ও জালিয়াতি একদিন অবশ্যই হারবে, তাই...

অখিলেশ যাদব, ভোট: রাজ্যে উপনির্বাচনে বিপুল জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস। শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। এই জয়ের পরেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমরা জমিদার নই, অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম।’

akhilesh yadav অখিলেশ যাদব

বাংলা সহ বিভিন্ন রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

সোস্যাল মিডিয়ায় অখিলেশ লিখেছেন, বাংলার বিধানসভা উপ-নির্বাচনে সমস্ত আসনে TMC-এর অভূতপূর্ব জয় প্রমাণ করেছে যে শ্রীমতি মমতা ব্যানার্জির দক্ষ নেতৃত্বে, বিজেপি কিছুই ‘খেলতে’ পারেনি এবং এমনকি তার খাতাও খুলতে পারেনি। যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার ছিল না এবং বিজেপির ‘কেলেঙ্কারির রাজনীতি’র সুযোগ ছিল না, সেই সমস্ত রাজ্যে শুধুমাত্র ইন্ডিয়া জোটের দলগুলিই নির্বাচনে এবং উপনির্বাচনে জিতেছে। এছাড়া যেখানেই ইন্ডিয়া জোটের প্রার্থীরা পুরোপুরি প্রস্তুত ছিল সেখানে বিজেপির চাল শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও লিখেছেন, কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী বিজেপিকে আজ আর চোখে চোখ রাখতে পারছে না, এটাই ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় জয়। দেশের ভোটাররা জানে যে প্রতারণা ও জালিয়াতি একদিন অবশ্যই হারবে, তাই এই নির্বাচনের পরে ইন্ডিয়া জোট এবং পিডিএ সমাজ নেতিবাচক লোকদের পরাজিত করতে এবং তাদের নিজস্ব ভবিষ্যত তৈরি করতে আরও সতর্কতার সাথে এগিয়ে যাবে! পরিসংখ্যানের উপর বিজয়, বিজয় নয়!

পড়ুন:  ন্যূনতম বেসিক হবে ৩৪ হাজার ৫৬০ টাকা! অষ্টম পে কমিশন নিয়ে দারুন খবর, লালে লাল হবেন সরকারি কর্মীরা

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে মমতা লিখলেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে’।

শাসক নয়, তাঁর সরকার মানুষের পাহারাদার বলেও এদিন মন্তব্য করেন মমতা। লেখেন, ‘মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা’! উপনির্বাচনের ঠিক পরই, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠক রয়েছে। সেখানে মমতা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments