আবাস যোজনা, পশ্চিমবঙ্গ সরকার: আবাস যোজনায় নতুন আবেদন নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্প চালানো হচ্ছে। একদিকে যেমন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থাকা কেন্দ্রীয় সরকার শুরু করেছে পিএম আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করে নিজস্ব আবাস যোজনা। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমেই গরীব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মাথার ওপর পেয়ে যেতে পারেন পাকা ছাদ তৈরী করার টাকা।
তবে পশ্চিমবঙ্গ সরকারের এই আবাস যোজনা থেকে সুবিধা লাভ করতে হলে আপনাকে বেশকিছু শর্ত পুরণ করতে হবে। এই শর্ত পূরণ না করতে পারলে প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন না। পরিবারের কোনও সদস্য সরকারী চাকরি করেন, তারা আবেদন করতে পারবেন না।তিন চাকা বা চার চাকার গাড়ি থাকলে আবেদন করা যাবে না। আয়কর, ট্যাক্স ইত্যাদি প্রদান করলে আবেদন করার যোগ্য নন। মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি হলেও আবেদন করা যাবে না। অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকলেও যোগ্য প্রার্থী হিসেবে গণ্য করা হবে না।
দু’টি উপায়ে যোগ্য আবেদনকারীরা রাজ্য সরকারের এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারেন। আবেদন করা যেতে পারে সাদা কাগজে লিখিত উপায়ে। আবাস যোজনার জন্য কাগজে আবেদন লিখে সেটা জমা দিতে হবে ব্লক উন্নয়ন অফিসে।
এছাড়া আরও একটি ভাবে আবেদন করা যাবে। মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নম্বরে সরাসরি ফোন করেও আবেদন করা যাবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে সন্ধ্যায় ৬ টা পর্যন্ত ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্যসরকারের কোষাগার থেকে সরাসরি পেয়ে যেতে পারেন ১ লক্ষ ২০ হাজার টাকা।