অসাধারণ: সর্বভারতীয় UPSC পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় দুই স্থানেই বঙ্গ সন্তান, জয়জয়কার বাংলার

UPSC-র আইএসএসে প্রথম, দ্বিতীয় দুই স্থানে জায়গা করে নিলেন বঙ্গ সন্তান। ফের জয়জয়কার বাংলার। হার না মানা মনোভাবই এই সাফল্যের চাবিকাঠি, বলে জানিয়েছেন দুই জনই।

546
ইউপিএসসি'র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস)

নিউজ ডেস্ক: সর্বভারতীয় UPSC পরীক্ষায় বিরাট সাফল্য বাংলার দুই কৃতীর। UPSC-র আইএসএসে প্রথম, দ্বিতীয় দুই স্থানে জায়গা করে নিলেন বঙ্গ সন্তান। ফের জয়জয়কার বাংলার। হার না মানা মনোভাবই এই সাফল্যের চাবিকাঠি, বলে জানিয়েছেন দুই জনই।

ইউপিএসসি'র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস)

ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় প্রথম স্থান ছিনিয়ে এনেছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আউশগ্রামের ‘চাষার ব্যাটা’ বিল্টু মাজি। একটি সর্বভারতীয় পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুজনই বাংলার, যা যথেষ্ট গর্বের বলে মনে করছেন সকলে। 

সিঞ্চন আসানসোলের ইসমাইল মাদার টেরেজা সরণির বাসিন্দা। তিনি রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তরের পড়া শেষ করেন। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। ছেলের সাফল্য নিয়ে প্রদীপবাবু বলেন, “ইউপিএসসিতে পাশ করা ওঁর স্বপ্ন ছিল। কিন্তু দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি। খুব ভালো লাগছে। শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হয়, এটাই চাইব।” 

পড়ুন:  UPSC CSE 2025-এর জন্য 979 টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ, এই বছর যে যে শর্ত পরিবর্তন হল

অন্যদিকে, দ্বিতীয় স্থান অধিকার করা বিল্টুর বাবা কৃষক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক পাশ করার পরই সংসারে অভাবের কারণে কাজ যোগ দেন। পোস্ট অফিসে চাকরি পান তিনি। কাজের পাশাপাশি চলতে থাকে পড়াশোনা। ডব্লিউবিসিএস ও ইউপিএসসি মিলিয়ে তিনবার অসফল হন। তবে হাল ছাড়েননি। করে দেখানোর জেদ চেপে যায় তাঁর। এবার নজরকাড়া সাফল্য বিল্টুর।