Homeআন্তর্জাতিককবে নাগাদ হিন্দুদের জনসংখ্যা 33 শতাংশ বাড়বে, তথ্য বেরিয়ে এসেছে, 2050 সালে...

কবে নাগাদ হিন্দুদের জনসংখ্যা 33 শতাংশ বাড়বে, তথ্য বেরিয়ে এসেছে, 2050 সালে হিন্দু ও মুসলমান জনসংখ্যা কত হবে জেনেনিন

২০৫০ সাল নাগাদ খ্রিস্টানদের সংখ্যা ৭৪ কোটি বাড়বে, অর্থাৎ 18 শতাংশ বাড়বে। আমরা যদি অন্য ধর্মের কথা বলি, তাদের জনসংখ্যার মাত্র 5 শতাংশ বাড়বে।

হিন্দু জনসংখা: বর্তমানে বিশ্বের দ্রুততম জনসংখ্যা হচ্ছে মুসলিম। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা দেখায় যে আগামী 2050 সালে হিন্দুদের জনসংখ্যা কত হবে।

পিউ রিসার্চ সেন্টার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে তারা জানিয়েছে আগামী 26 বছরে হিন্দুদের জনসংখ্যা কত হবে।

হিন্দু মুসলিম জনসংখ্যা

হিন্দু ও মুসলিম জনসংখ্যা

পিউ রিসার্চ সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা 33 শতাংশ বৃদ্ধি পাবে।

হিন্দুদের জনসংখ্যা মুসলমানদের তুলনায় অর্ধেকেরও কম দ্রুতগতিতে বাড়তে চলেছে।

2050 সাল নাগাদ হিন্দুদের জনসংখ্যা 130 কোটি হবে।

পড়ুন:  "আইআইটি বাবা"র ওপর হামলা! একদল গেরুয়া বাহিনী লাঠিপেটা করেছেন! কোথায় হামলা?

2050 সাল নাগাদ মুসলমানের সংখ্যা বেড়ে 311 কোটি হবে। বৃদ্ধির দিক থেকে তা হিন্দুদের তুলনায় অনেক বেশি হবে।

2050 সাল নাগাদ মুসলমানদের সংখ্যা 311 কোটিতে উন্নীত হবে, যা 76 শতাংশ হারে বৃদ্ধি পাবে।

২০৫০ সাল নাগাদ খ্রিস্টানদের সংখ্যা ৭৪ কোটি বাড়বে, অর্থাৎ 18 শতাংশ বাড়বে। আমরা যদি অন্য ধর্মের কথা বলি, তাদের জনসংখ্যার মাত্র 5 শতাংশ বাড়বে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments