নিউজ ডেস্ক: কিছুদিন আগেই অষ্টম পে কমিশন গঠনের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। অষ্টম বেতন কমিশন লাগু হয়ে গেলে অনেকটাই বেড়ে যাবে বেতন। বাড়বে পেনশনও। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বসে রয়েছেন কবে বেতন কমিশন লাগু হবে তার দিকে চেয়ে।
হিসাব অনুযায়ী এবছর ৩১ ডিসেম্বরই শেষ হচ্ছে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। ফলে ২০২৬ সালের জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাওয়ার কথা। কিন্তু শোনা যাচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হতে অনেকটাই সময় লাগবে। কোনও কোনও মহল থেকে এমনও বলা হচ্ছে, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে অষ্টম বেতন কমিশন। এরপরই বেতন বাড়বে অনেকটাই।
সপ্তম বেতন কমিশনে সর্বনিম্ন পেনশন হয়েছিল ১৮ হাজার টাকা। সর্বোচ্চ পেনশন হয়েছিল ১.২৫ লাখ। অষ্টম বেতন কমিশনে বেসিক পেনশন অন্তত ২.৫৭ গুণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। ২০২৭ সালে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন একেবারেই বদলে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন অষ্টম বেতন কমিশন শীঘ্রই চালু করা হবে। এবিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। ক্যাবিনেট এবিষয়ে সবুজ সঙ্কেত দিলেই দ্রুত চালু করা হবে অষ্টম বেতন কমিশন। এখন দেখার আদৌ কবে বেতন কমিশন চালু হয়।