তবে কি শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচারদের বেতন বৃদ্ধির ঘোষনা হবে রাজ্য বাজেটে?

4195
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: পেশ হতে চলেছে রাজ্য বাজেট। শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি, প্যারাটিচারদের বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে। এবারে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তাতে শিক্ষা ও সমাজকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

মনে করা হচ্ছে এবারের বাজেটে শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হতে পারে। পাশাপাশি, নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণার সম্ভাবনাও রয়েছে। 

এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় ১২০০ জন। বর্তমানে তাঁরা ৯ হাজার ২২৭ টাকা করে ভাতা পান।শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল ৭ বছর আগে, ২০১৮ সালে। এবার তাঁদের ভাগ্যে বৃদ্ধির শিক্ষাবন্ধুদের ভাতা তথা বেতন বেড়ে ১১ হাজার টাকা হতে পারে। 

পড়ুন:  SSC: যোগ্য শিক্ষকদের দাবিতে শহিদ মিনারে কংগ্রেস, আন্দোলনে পাশে থেকে যা বলা হল

রাজ্যে বর্তমানে প্রায় ২ লাখ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারী রয়েছেন।  এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে ৯ হাজার টাকা এবং সহকারীরা মাসে ৭ হাজার ৫০ টাকা পান। ২০২৪ সালের মার্চ মাসে তাঁদের বেতন বাড়ানো হয়েছিল। তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হয়।  এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে  ১০,০০০ টাকা  এবং সহকারীদের বেতন ৮,০০০ টাকা হতে পারে বলে জানা যাচ্ছে।

পড়ুন:  দেরি হবে না, এবার অবসরের সঙ্গে সঙ্গেই ৫ লক্ষ ঢুকে যাবে অ্যাকাউন্টে! বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

বর্তমানে রাজ্যে ৪৪ হাজার প্যারা টিচার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্তরে ২০,০০০ জন এবং আপার প্রাইমারি স্তরে রয়েছেন ২৪,০০০ জন। ২০১৭ সালে শেষ বার বড় বেতন বৃদ্ধি হয়েছিল। এরপর ২০২২ সাল থেকে প্রতি বছর ৫% হারে বেতন বাড়ানো করা হয়। বর্তমান কর্মিচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটে প্রাইমারি প্যারা টিচাররা ৯,৭৯৪ টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা ১২,৭৬৬ টাকা  এবং স্পেশাল এডুকেটররা ১২,২৭১ টাকা বেতন পান। বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি ও আপার প্রাইমারির প্যারা টিচারদেরও। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সেদিক তৃতীয় মেয়াদে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেটে বেশ কিছু ঘোষনা হতে পারে বলেই মনে করা হচ্ছে।