Homeপশ্চিমবঙ্গSSC: দীর্ঘ দিন পরে শিক্ষক পদে নিয়োগের পরেও কাটছে না বিড়ম্বনা, বিক্ষোভ...

SSC: দীর্ঘ দিন পরে শিক্ষক পদে নিয়োগের পরেও কাটছে না বিড়ম্বনা, বিক্ষোভ সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের! কেন?

দীর্ঘদিন পর সম্প্রতি ১৪৫০০ শূন্য পদে আপার প্রাইমারিতে নিযুক্তির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হলেও এখনও ডিআই অফিসে...

আপার প্রাইমারি শিক্ষক: আদালতের নির্দেশের পরে দীর্ঘ দিন পর আপার প্রাইমারীতে ১৪৫০০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকে স্কুলগুলিতে যোগদানও করেছেন। শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হলেও রাজ্য শিক্ষা দপ্তর থেকে যথাযথ নথী না আসায় ডিআই অফিসে এপ্রুভ্যালের কাজ শুরু হয়নি বলে জানা গেছে। দীর্ঘদিন পর আপার প্রাইমারিতে নিযুক্তদের দ্রুত মাধ্যমিক ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল দেওয়া, ডিআই অফিসের নানা সমস্যার সমাধানের দাবিতে.বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা।

বৃহস্পতিবার তমলুকের মানিকতলায় ডি আই অফিসের সামনে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটিইএ-এর ডাকে একটি সভা হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের দাবি, দীর্ঘদিন পর সম্প্রতি ১৪৫০০ শূন্য পদে আপার প্রাইমারিতে নিযুক্তির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা নিযুক্ত হলেও এখনও ডিআই অফিসে রাজ্য শিক্ষা দপ্তর থেকে যথাযথ নথি না আসায় অ্যাপ্রুভালের কাজ শুরু হয়নি।

বিদ্যালয়গুলির ম্যানেজিং কমিটি নিয়োগপত্র দিলে শিক্ষকরা বিদ্যালয়গুলিতে নিযুক্ত হয়েও দাবি বিড়ম্বনায় পড়ছে শিক্ষক শিক্ষিকারা।মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে গিয়ে অবিলম্বে শিক্ষকদের অ্যাপ্রুভালের জানানো হয়। উপস্থিত ছিলেন এসটিইএ-র সহ-সভাপতি তপন কুমার জানা, তমলুক মহকুমা সভাপতি সুব্রত হালদার, মহকুমা সম্পাদক সুমিত রাউত, পত্রিকা সম্পাদক শম্ভু মান্না, গৌতম দাস, দীপক দাস প্রমুখ।

এই নিয়ে শম্ভু মান্না বলেন, “নবনিযুক্ত শিক্ষকদের অবিলম্বে অ্যাপ্রুভাল দিয়ে বেতন চালু করার দাবি নিয়ে আজ ডিআই-এর কাছে দরবার করা হয়েছিল। সেই সঙ্গে ডিআই অফিসের নানা সমস্যাও আমরা তুলে ধরেছি। একই সঙ্গে আগামী ২৮ থেকে ৩০ ডিসেম্বর মেদিনীপুর শহরে সমিতির রাজ্য সম্মেলন সফল করার প্রচার অভিযানও চালানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments