পুজো মিটলেই ৫৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে! স্ক্রিনশট ভাইরাল সোস্যাল মিডিয়ায়, জেনেনিন খবরের আসল সত্যিটা

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন যে, পুজো মিটলেই রাজ্যের স্কুলগুলিতে যে দীর্ঘদিন যাবত শূন্যপদ পড়ে রয়েছে, তা পূরণ করতে প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। 

6236
আপার প্রাইমারি শিক্ষক পে স্কেল

নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ ক্রমেই অনিয়মিত হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরেই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এরই মধ্যে একটি পোস্ট সোস্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, রাজ্যে ৫৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

পুজোর পরেই পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি বেশ কিছু ফেসবুক পেজ থেকে বর্তমান পত্রিকার একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হচ্ছে। এই পোস্ট নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিভিন্ন জন প্রশ্নও তুলছেন খবরটি নিয়ে।

খবরের স্ক্রিনশটে বর্তমান পত্রিকার প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “পুজো মিটলেই ৫৫ হাজার শিক্ষক নিয়োগ। রাজ্যের স্কুলে শূন্যপদ পূরণ ৬ বছর পর।” স্ক্রিনশটটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “প্রতি বছরের ন্যায় এবছর ও পুজোর আগে এরকম একটা নিউজ না এলে যেন পুজো কাটে না।”

তবে পোস্টটির ফ্যাক্ট চেক করে দেখা গেছে যে আলোচ্য খবরটি সাম্প্রতিক সময়কার নয়, বরং দু’বছর আগেকার। বর্তমানে তা বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে।  ২০২২ সালের ২১ সেপ্টেম্বর বেশ কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত একটি খবর দেখা যায়। যেখানে লেখা হয়, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছিলেন যে, পুজো মিটলেই রাজ্যের স্কুলগুলিতে যে দীর্ঘদিন যাবত শূন্যপদ পড়ে রয়েছে, তা পূরণ করতে প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার। 

পড়ুন:  বড় খবর: ছুটি বৃদ্ধির ঘোষনা করলেন মমতা! পুলিশ, দমকল সহ এই কর্মীদের জন্য বড় ঘোষণা, যা জানালেন মুখ্যমন্ত্রী