পোর্টাল চালু করে কি লাভ হল? অবিলম্বে শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে পদক্ষেপের দাবি

1438
শিক্ষক বেতন স্কেল

শিক্ষকদের বদলি: বারবার দাবি তুলে ধরার পর মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালুর কথা ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। এজন্য শিক্ষা দপ্তরকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। কিন্তু ৩ জানুয়ারির নোটিশ প্রকাশের পর এখনো পর্যন্ত পেন্ডিং অথবা আন্ডার প্রসেসিং একইভাবে রয়েছে। বদলি প্রক্রিয়া সম্পন্ন করার কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

পড়ুন:  Assistant Professor: DU কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল, কীভাবে আবেদন করবেন? জেনেনিন বিস্তারিত

কিছুদিন আগেই শিক্ষক-শিক্ষিকাদের জন্য উৎসশ্রী পোর্টালে মিউচ্যুয়াল ট্রান্সফার চালু করে স্কুল শিক্ষা দপ্তর। এই নিয়ে নোটিশ জারি করা হয়। বিকাশ ভবন থেকে নোটিশ জারি করা হয়। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে বলা হয়। তার পর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দফতর থেকে।

যদিও সাধারণ বা বিশেষ বদলি চালু করা হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে। চলছে কাউন্সেলিংও। নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই আপাতত এই দু’ধরনের বদলি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (ডব্লিউবিসিএসএসসি) থেকে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী জুন মাসে।

পড়ুন:  নয়া বেতন কমিশন আপডেট- সরকারি কর্মচারীদের জন্য দারুন খবর, নূন্যতম বেতন হবে 51,451 টাকা, দেখেনিন হিসাব

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “দাবি মেনে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালুর কথা ঘোষণা করা হলো। অথচ ৩ জানুয়ারির নোটিশ প্রকাশের পর এখনো পর্যন্ত পেন্ডিং অথবা আন্ডার প্রসেসিং একইভাবে রয়েছে। বদলি প্রক্রিয়া সম্পন্ন করার কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এভাবে পড়ে থাকলে পোর্টাল চালু করে কি লাভ হল? পোর্টাল আপডেট সহ বিভিন্ন দাবি একাধিক বার শিক্ষা দপ্তরে তুলে ধরেছি। কিন্তু দুঃখের বিষয় এখনো কোন পরিস্থিতির বদল হয়নি।”