Homeপশ্চিমবঙ্গঅবিলম্বে 301 জনকে শিক্ষক পদে নিয়োগ করতে হবে! প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে...

অবিলম্বে 301 জনকে শিক্ষক পদে নিয়োগ করতে হবে! প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

নিয়োগের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে তুমূল বিক্ষোভ চাকরি প্রার্থীদের

নিউজ ডেস্ক: অবিলম্বে নিয়োগের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীর। কাউন্সেলিংয়ের নোটিশের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে বিক্ষোভে বসলেন প্রাথমিক চাকরিপ্রার্থীরা৷ নিয়োগ নাহলে স্বেচ্ছামৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা৷

চলতি প্রাথমিক শিক্ষক নিযোগ প্রক্রিয়ায় 9 হাজার 533 আসনে বাকি থাকা 301 জনের নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে এই দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেন চাকরি প্রার্থীরা৷ পরে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। 

এই বিষয়ে চাকরি প্রার্থী মীরন মণ্ডল বলেন, “আমরা এর আগে স্যরের (প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল) সঙ্গে দশ বার দেখা করেছি৷ তিনি প্রতি বার বলেছেন আমাদের কাছে সিট নেই৷ আমাদের কাউন্সেলিংয়ের নোটিশ আসবে এবং আমরা প্রত্যেকটি ছেলে চাকরি পাবে, এই নিশ্চয়তা যদি আমরা না পাই তাহলে এখানেই আমরা আমৃত্যু অনশনে বসব৷ এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে৷ আমরা স্বেচ্ছায় মৃত্যু বরণ করব৷”

তিনি আরও বলেন, “আমরা 2014 ও 2017 সালে টেট পরীক্ষা পাশ করেছি৷ তিন-তিনটে প্যানেল থেকে আমাদের বাদ দিয়েছে। আমরা প্রত্যেকে ডিএলএড প্রার্থী। প্রাইমারির জন্য প্রশিক্ষণ পাওয়া যোগ্য প্রার্থী। এই প্যানেলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছে, 9 হাজার 533 জন নিয়োগের যোগ্য৷ এর মধ্যে 9 হাজার 174 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পরে আরও 56 জনকে নিয়োগপত্র দেওয়া হয় ৷ বাকি জেনারেল এবং ওবিসি-বি ক্যাটাগেরির চাকরি প্রার্থীরা নিয়োগপত্র হাতে পাননি।”

পড়ুন:  চাকরির খবর: নদিয়ার একটি সরকারি স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ হচ্ছে, কোন কোন বিষয়ের জন্য?

একই সঙ্গে তিনি বলেন বলেন, “প্যানেলে আমাদের নাম আছে৷ 2025 সালের 31 জানুয়ারি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷ এই সময়ের মধ্যে আমাদের নিয়োগপত্র না দিলে, এই প্যানেলের সময় শেষ হয়ে যাবে৷ আজই ওনাকে নোটিশ দিতে হবে৷ নোটিশ দিলে আমরা এখান থেকে চলে যাব৷ নাহলে আমাদের যা করণীয়, আমরা তাই করব৷”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments