তবে কি গরমের জেরে স্কুলের ক্লাস সকালে করা প্রয়োজন? জেলায় জেলায় খোঁজ পর্ষদের, শীঘ্রই সিদ্ধান্ত

1891
প্রাথমিক শিক্ষক নিয়োগের গৌতম পাল

Primary School Timing: রাজ্যজুড়ে গরম বেড়েই চলছে। রাজ্যজুড়ে প্রাইমারি স্কুলগুলোতে সাধারণত ডে সেশনে চলে। সেই প্রাথমিক স্কুলগুলিতে কি গরমের কারণে সকালে স্কুলের সময়সীমা করা প্রয়োজন? গরমের জেরে প্রাথমিক স্কুলের ক্লাস কি সকালে করা প্রয়োজন? জেলায় জেলায় খোঁজ নিচ্ছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুন:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে এল, মহিলারা এই কার্ড না থাকলে টাকা পাবেন না, এক্ষুনি জেনেনিন

এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “আমরা জানতে চেয়েছি বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের থেকে। তারা উত্তর দিলে আমরা স্কুল শিক্ষা দফতরকে তা পাঠিয়ে দেব প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করছি মঙ্গলবারের মধ্যেই জানাতে পারব।” 

আবহাওয়া দফতর সূত্রে শনিবারই পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি শনিবার পাঁচ জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। কলকাতায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস; পশ্চিমের জেলায় ৪০ পেরিয়ে যাবে পারদ। তাপপ্রবাহ সর্তকতা মাথায় রেখেই জেলাগুলোতে চিঠি পাঠিয়েছে পর্ষদ। 

পড়ুন:  পশ্চিমবঙ্গ: তবে কি DA বৃদ্ধির সঙ্গে ২০২৫ সালের শুরুতেই জোড়া সুখবর পাবেন এরাজ্যের সরকারি কর্মীরা? জেনেনিন

গরম বাড়ছে, হবে মর্নিং স্কুল! ইতিমধ্যেই নোটিশ দিয়েছে ঝাড়গ্রাম জেলা DPSC। ঝাড়গ্রাম জেলা DPSC থেকে বলা হয়েছে, সকল অবর বিদ্যালয় পরিদর্শকগনকে (বেলিয়াবেড়া, বেলপাহাড়ি, বেলপাহাড়ি পশ্চিম, বিনপুর, বিনপুর-২, গিধনি, গিধনি পূর্ব, গোপীবল্লভপুর পূর্ব, গোপীবল্লভপুর পশ্চিম, ঝাড়গ্রাম পূর্ব, ঝাড়গ্রাম পশ্চিম, মানিকপাড়া, লালগড়, নয়াগ্রাম, নয়াগ্রাম-১, রোহিনি, সাঁকরাইল, তপসিয়া চক্র) অবগত করা হচ্ছে যে, এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলিতে মর্নিং সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।