তবে কি রাজ্যে আর নতুন কলেজ তৈরি হবে না? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উত্তরে উঠছে প্রশ্ন, কি বললেন?

646
শিক্ষকদের পেনশনে
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ফাইল চিত্র

নিউজ ডেস্ক: স্নাতকে ভর্তি হওয়ার আগ্রহ কম, তাই নতুন কলেজের ভাবনা নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে চলতি শিক্ষাবর্ষে স্নাতক স্তরে পড়াশোনার চাহিদা কমেছে। অন্তত সরকারি তথ্য সে কথাই বলছে। আর সে দিকের কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রী জানালেন এই মুহূর্তে নতুন কলেজ গড়ার ভাবনা নেই।

পড়ুন:  মাধ্যমিকের আগেই দেওয়া হল বড় নির্দেশ! টেস্ট নিয়ে নয়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

আসলে বিধানসভায় প্রশ্নোত্তর-পর্বে তৃণমূল কংগ্রেসের বজবজের বিধায়ক অশোক দেব তাঁর নির্বাচনী কেন্দ্রে একটি নতুন কলেজ তৈরির জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘‘বজবজে একটি মাত্র কলেজ রয়েছে। কিন্তু স্থানীয় মানুষের চাহিদার কথা বিবেচনা করে আরও একটি কলেজের কথা ভাবতে পারে শিক্ষা দফতর।’’ তাঁর জবাবেই শিক্ষামন্ত্রী এই তথ্য ও বিশ্লেষণ জানিয়েছেন। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘কেন্দ্রীয় ভাবে অনলাইন ব্যবস্থায় এ বার সাড়ে পাঁচ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। কিন্তু সাড়ে চার লক্ষের মতো আসন ফাঁকা পড়ে আছে। এখন ইঞ্জিনিয়ারিং বা অন্য বৃত্তিমূলক শিক্ষায় আগ্রহের কারণে কলেজে আসন পূরণ হচ্ছে না। কয়েক বছর ধরেই এই প্রবণতা নজরে আসছে। ফলে, নতুন করে কলেজ তৈরির ভাবনা প্রয়োজনীয় নয়।”

পড়ুন:  SSC: ৬৩৫২ জনের মধ্যে চাকরি নিলেন না ১৫৯৮ জন! 'ডিসেম্বরেই চেষ্টা করা হবে...', যা জানালেন এসএসসি আধিকারিক

তবে ব্রাত্য আরও উল্লেখ করেছেন যে, তৃণমূল ক্ষমতায় আসার পরে রাজ্যে কলেজের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও ছাত্র সংগঠন ডিএসও অবশ্য এই পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করছে। নিয়োগ না হওয়ার জন্যই এটা দায়ী বলে মনে করছে ছাত্র সংগঠনগুলো।